কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে কর্তব্যরত চিকিৎসক জ্ঞান প্রকাশ বলেন, এক ছাত্রী অসুস্থ হওয়ার পর অন্য ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ায় প্রাথমিক অনুমান প্যানিক। এই ঘটনায় কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অসুস্থতার ঘটনায়।
advertisement
রান্নাঘর, বাথরুমের ড্রেনেজ বন্ধ? মাত্র ২৫ টাকার এই পাউডারেই মিলবে সমাধান! প্লাম্বার ডাকতেই হবে না!
বিদ্যালয় সূত্রের খবর, শুক্রবার দুপুরে হঠাৎই প্রথমে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ে। এরপর কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হয় ওই ছাত্রীর। তার পর দেখা যায় ওই বিদ্যালয়ে আরও ২৫ থেকে ২৬ জন ছাত্রী একইভাবে অসুস্থ বোধ করে, তড়িঘড়ি তাদেরকেও নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। এক ঘণ্টার মধ্যে হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়ায় ৩০।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আরও রোগী আসছে হাসপাতালে। তবে তার মধ্যে কয়েকজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তর করা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। যদিও গ্রামীণ হাসপাতালের চিকিৎসকের দাবি, একজন ছাত্রী অসুস্থ হওয়ায় অন্যান্য ছাত্রীরাও আতঙ্কে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে কী কারণে এই অসুস্থতা তার জন্যই চলছে চিকিৎসা।
স্থানীয় বাসিন্দা সজল সিংহর দাবি, ওই বিদ্যালয়ের সন্নিকটে রয়েছে অস্বাস্থ্যকর পরিত্যক্ত শৌচালয় ও পুকুর। তার দুর্গন্ধ থেকে এই ঘটনা ঘটতে পারে। শুধুমাত্র প্যানিকের বিষয় হতে পারে না। খবর পেয়ে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে আসেন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস। তিনি রোগীদের সঙ্গে কথাবার্তা বলেন, শিক্ষকদের সঙ্গেও কথাবার্তা বলেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, কেন একই বিদ্যালয়ে এত জন ছাত্রী একই সঙ্গে অসুস্থ হয়ে পড়ল তার তদন্ত হওয়া প্রয়োজন, পাশাপাশি স্কুলের সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন।
এরপর তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেন, এত জন ছাত্রী অসুস্থতা মেনে নেওয়া যায় না। সেই জন্য আগামীকাল ওই বিদ্যালয়ে পাঠানো হবে একটি মেডিকেল টিম। তারপরে স্পষ্ট হওয়া যাবে কী কারণে এই ঘটনা ঘটল। অন্যদিকে এই ঘটনার পর বিদ্যালয়ে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। এমনকি কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালেও পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। বলা যেতেই পারে এত ছাত্রীর অসুস্থতার কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Mainak Debnath