২৪ ঘণ্টায় ভারতের ৩ মারাত্মক ক্ষেপণাস্ত্র পরীক্ষা! কাঁপছে পাকিস্তান! অগ্নি-১, পৃথ্বী-২ আর আকাশ প্রাইম ছুঁড়তেই আতঙ্কে শাহবাজ ও মুনির
- Published by:Tias Banerjee
Last Updated:
India missile test: ভারতের প্রতিরক্ষা শক্তির আকাশে যেন বজ্রপাত! ২৪ ঘণ্টার মধ্যেই একের পর এক তিনটি মিসাইল ছুঁড়ে বিশ্ববাসীকে জানিয়ে দিল এখন আর শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণের সামর্থ্যেও সমান সাবলীল ভারত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এরই পাশাপাশি, লাদাখের প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় সফলভাবে পরীক্ষিত হয়েছে আকাশ প্রাইম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমটি সম্পূর্ণভাবে ভারতেই তৈরি করেছে DRDO, এবং এটি আকাশ রেজিমেন্টের তৃতীয় ও চতুর্থ ইউনিটে যুক্ত করা হবে। পাকিস্তানের চাইনিজ ফাইটার জেট ও তুর্কি ড্রোনের আক্রমণ ঠেকাতে ‘অপারেশন সিন্দুর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
advertisement
advertisement
🔸 পৃথ্বী-২: রেঞ্জ: ৩৫০ কিমি তরল জ্বালানিতে চালিত নিশানায় অত্যন্ত নির্ভুল আঘাত হানার ক্ষমতা! 🔸 <strong>আকাশ প্রাইম:</strong>‘আকাশ’ মিসাইলের উন্নত সংস্করণটার্গেট রেঞ্জ: ৩০–৩৫ কিমিউচ্চতা: ১৮–২০ কিমি পর্যন্ত কার্যকরযুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংসে সক্ষমভারতীয় সেনার প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে।
advertisement