যাদের মোবাইল হারায় বা চুরি যায় তাঁরা চট জলদি পার্শ্ববর্তী থানার দ্বারস্থ হন। আবেদন করেন মোবাইল অবিলম্বে খুঁজে দেওয়ার। কিন্তু সময় কেটে গেলেও সঠিক সময় পাওয়া যায় না মোবাইল। অনেক ক্ষেত্রে মোবাইলের দিশা দেখাতে পারে না পুলিশ প্রশাসনও। এবার সেই মোবাইল খুঁজে বের করার দায়িত্ব পুলিশ নয় বরং আপনার নিজের। এরকমই এক টাচলেস ওয়েব পোর্টাল উদ্বোধন হল পুলিশের পক্ষ থেকে। ‘খোঁজ’ নামে পোর্টালে গিয়ে যে কেউ তাঁর হারিয়ে যাওয়া মোবাইল নাম্বার, মোবাইলের যাবতীয় তথ্য দিয়ে ট্র্যাকিং করতে পারবেন। সেই তথ্য চলে যাবে নির্দিষ্ট থানায়।
advertisement
পরবর্তীকালে মোবাইল কোথায় আছে তা পোর্টালের মাধ্যমে জানতে পারবেন এবং উদ্ধার হবে সেই হারিয়ে যাওয়া মোবাইল। এতেই উপকৃত হবেন জঙ্গলমহল অধ্যুষিত এই পশ্চিম মেদিনীপুর জেলার মানুষজন।এদিন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার এই সিস্টেমের উদ্বোধন করেন। এদিন প্রায় ৪০টি হারিয়ে যাওয়া মোবাইল তাঁদের মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই উদ্ধার হওয়া মোবাইল গুলো ফিরিয়ে দেন পুলিশ সুপার সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা। মোবাইল হাতে পেয়ে রীতিমত খুশি আবেদনকারীরা।
এদিন পুলিশ সুপার বলেন, “মানুষ তার প্রিয় জিনিস চুরি হলে আতঙ্কে ভোগেন। প্রায় সময় থানার দ্বারস্থ হন এবং আবেদন একটাই করেন যাতে অবিলম্বে তাঁর মোবাইল খুঁজে বার করে দেওয়া হয়। কিন্তু তা আর হয়ে ওঠে না। এর ফলে পুলিশ এবং মানুষের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব কাটাতে এবং চটজলদি ফোন খুঁজে বার করতে আমাদের টাচলেস ওয়েব পোর্টাল ‘খোঁজের’ উদ্বোধন। আমরা আশা করছি এবার জেলার মানুষকে স্বস্তি দেওয়া যাবে এবং খুঁজে বার করা যাবে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল।
Ranjan Chanda