মঙ্গলবার রাতে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের চিংড়িগেড়িয়া গ্রামে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় গ্রামের স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলারা। সঙ্গ দেয় গ্রামের আরও মহিলারা। চোলাই ভাটি-সহ চোলাই তৈরির সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেয় মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। মহিলাদের পাশে দাঁড়িয়ে চোলাই কারবারিদের সতর্ক করা ও সচেতনতার পাঠ দেয় পুলিশ। ফের চোলাই কারবারে যুক্ত হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ উপকূলবর্তী এলাকায় বেশি সংখ্যায় রামধনু কেন দেখা যায় জানেন? নেপথ্যের কারণ জানলে আশ্চর্য হবেন
গ্রামের মহিলাদের দাবি, কয়েকটি পরিবার গ্রামে বেআইনি চোলাই মদের কারবার চালিয়ে যাচ্ছে নিষেধ করা সত্বেও। চোলাই মদে আসক্ত হয়ে পড়ছে বাড়ির পুরুষেরা। তা নিয়ে বাড়িতে বাড়িতে বাড়ছে অশান্তি, দাম্পত্য কলহ।
আরও পড়ুনঃ ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! রাতের অন্ধকারে পিষে দিল… রক্তে রাঙা দাসপুর
ইতিমধ্যে ওই এলাকায় চোলাই মদ খেয়ে মৃত্যুও হয়েছে তিনজনের এমনই দাবি গ্রামের মহিলাদের। এর আগে একাধিক বার চোলাই কারবার বন্ধের জন্য সতর্ক করা হলেও কাজ হয়নি। তাই এবার বাধ্য হয়ে গ্রামের স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলারা এগিয়ে এসে গ্রামের মহিলাদের সঙ্গ দিয়ে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহিলাদের দাবি, এখান থেকে বেআইনি চোলাই মদ তৈরি হয়ে বাইকে করে আশপাশের কোথাও পুজো বা কোনও অনুষ্ঠানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হত। সেরকমই এক ব্যক্তির বাইক হাতেনাতে পেয়ে আটকে রেখে ভাঙচুর করা হয়। বাইকের চালক পালিয়ে গেলেও বাইকটি পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানা গিয়েছে।