অস্ট্রেলিয়ার প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ডি. ক্রিস্টিন কার্গিল-এর সঙ্গে যৌথ গবেষণায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা (Botany) বিভাগের অধ্যাপক ও গবেষকরা আবিষ্কার করলেন এক নতুন উদ্ভিদ প্রজাতি। নতুন এই উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলার জঙ্গল থেকে।
আরও পড়ুনঃ আড্ডা থেকে খাওয়া-দাওয়া! পসরা সাজিয়ে হরেক দোকান, মেদিনীপুরে সুপারহিট ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল
advertisement
সম্প্রতি এই গবেষণা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ‘Phytotaxa’-তে প্রকাশিত হয়েছে। Bryophyte-এর Leafy Liverworts-এর অন্তর্গত নতুন এই উদ্ভিদ প্রজাতিটির নাম রাখা হয়েছে ফসোমব্রোনিয়া বেঙ্গালেনসিস (Fossombronia bengalensis)। মেদিনীপুরের জঙ্গলে প্রাপ্ত এই উদ্ভিদ প্রজাতি। বাংলার মাটিতে মেলায় এই উদ্ভিদের নামকরণের সঙ্গে জুড়েছে বাংলার নাম।
আরও পড়ুনঃ বাইককে বাঁচাতে গিয়ে শিলিগুড়িতে দুর্ঘটনার কবলে বাস! উত্তরবঙ্গের শীতে ‘ভিলেন’ কুয়াশা
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষকদের দলে প্রফেসর অমলকুমার মণ্ডল ছাড়াও আছেন গবেষক রসিদুল ইসলাম। অধ্যাপক অমলকুমার মণ্ডল জানিয়েছেন, ‘পশ্চিম মেদিনীপুরের স্যাঁতসেঁতে ও ছায়াঘেরা শাল বনাঞ্চলে দীর্ঘমেয়াদি ক্ষেত্রসমীক্ষার সময়ে এই উদ্ভিদটি নজরে আসে। আকারে ক্ষুদ্র হলেও লিভারওয়ার্ট প্রজাতির এই উদ্ভিদগুলি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর প্রাচীনতম স্থলজ উদ্ভিদের অন্যতম। প্রায় দু’বছরের প্রচেষ্টায় এই গবেষণা স্বীকৃতি লাভ করেছে। আমাদের এই গবেষণায় সবরকমভাবে সহযোগিতা করেছেন অস্ট্রেলিয়ার ন্যাশনাল হার্বেরিয়ামের প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর কার্গিল এবং বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞানী ড. দেবেন্দ্র সিং।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গবেষকরা জানিয়েছেন, এই প্রজাতির উদ্ভিদে অত্যন্ত ঢেউ খেলানো ও অনিয়মিত পাতার গঠন। পুরুষ ও স্ত্রী গাছ আলাদা। অর্থাৎ, এটি Dioecious plant। শুধু তাই নয়, গাঢ় বেগুনি বা লাল রঙের রাইজ়য়েড যুক্ত। ক্ষুদ্র আকারের স্পোর, যেগুলিতে জটিল নকশা রয়েছে।
অধ্যাপক অমলকুমার মণ্ডল আরও জানান, এই আবিষ্কার একদিকে যেমন ভারতের লিভারওয়ার্টস বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করল, ঠিক তেমনই পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য মানচিত্রে আরও উজ্জ্বল করেছে। স্বাভাবিকভাবে বিশেষ এই আবিষ্কার নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।






