পরিবার এবং বন্ধুদের সঙ্গে একটি দিন কাটানোর জন্য এই জায়গা চমৎকার। এখানে অনেক কক্ষ রয়েছে, যা এই স্থানটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। পশ্চিম মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় পিকনিক স্পট পরিমল কানন। এখানে রয়েছে একটি সুন্দর গোলাপ বাগান। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান আছে। সেই সঙ্গেই একটি এভিয়ারি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। এর পাশাপাশি আছে একটি ঔষধি গাছের বাগান।
advertisement
আরও পড়ুনঃ ২০ টাকায় ১২ পিস মোমো, তাও আবার নেপালি মোমোর স্বাদ! মেদিনীপুরেই যেন এক টুকরো পাহাড়ি ছোঁয়া
পরিমল কাননে বোটিং করার সুবিধাও মিলবে। এছাড়া নানা ধরনের মাছে ভরপুর একটি অ্যাকোয়ারিয়াম আছে। শিশুদের খেলাধুলার জন্য রয়েছে শিশু বাগান। বাচ্চারা চাইলে টয় ট্রেনেও চড়তে পারে। মেদিনীপুরের এই পার্কে বেশ কয়েকটি পিকনিক শেড আছে, যেখানে পিকনিক করা যায়। এখন প্রশ্ন, কীভাবে যেতে হবে।
সড়কপথে কলকাতা থেকে পরিমল কাননের দূরত্ব প্রায় চার ঘণ্টা। রেলপথে হাওড়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোড রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনে যাওয়া যায়। স্বাভাবিকভাবে যারা ছুটির একটা দিন পরিবারের সঙ্গে কাটাতে চান, তাঁরা চাইলেই এখানে চলে আসতে পারেন। এছাড়া ভ্রমণপ্রেমী মানুষদেরও অত্যন্ত পছন্দের এই জায়গা। এই পার্ক কলকাতা থেকেও বেশ কাছেই অবস্থিত। মহানগরী থেকে সড়কপথে মাত্র চার ঘণ্টার দূরত্ব। রেলপথেও যোগাযোগ অত্যন্ত সুন্দর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাওড়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে চন্দ্রকোনা রোড। কিংবা হাওড়া থেকে চন্দ্রকোনা রোড ট্রেনে চাপলে পরিমল কানন পৌঁছনো যাবে। এছাড়া মেদিনীপুর থেকে সড়কপথে দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। এই পার্ক পরিচালনা করে বন বিভাগ।





