ওরা সাধারণ ছেলেমেয়েদের থেকে আলাদা। তবে ওদের কর্ম ক্ষমতা, সৃজনশীলতা এবং মানসিকতা অন্যদের থেকে আলাদা নয়। শারীরিকভাবে বিশেষ সক্ষম ওরা, তবে ওরাও চেষ্টা করে সমাজে অন্যদের মত মূল স্রোতে চলার। তাদের সহযোগিতা করেন তাদের প্রশিক্ষকেরা। রাখি বন্ধন উৎসবের আগে প্রতিবছরের মত এবারও রাখি তৈরি করছে বিশেষভাবে সক্ষম মেয়েরা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মানব কল্যাণ কেন্দ্রের আবাসিক মেয়েরা তৈরি করছে পরিবেশ বান্ধব রাখি। যা বিক্রির পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরে গিয়ে আধিকারিকদের হাতে বেঁধে দেবে।
advertisement
আরও পড়ুন: ৩ কোটি হলেই সমস্যার সমাধান! হাঁটুসমান জমা জলের সমস্যা, বিক্ষোভ দেখাতে গিয়ে যা যা শুনলেন বাসিন্দারা
প্রায় দু’মাস ধরে প্রশিক্ষকের প্রশিক্ষণ নিয়ে পশ্চিম মেদিনীপুরের বিশেষভাবে সক্ষম এই মেয়েরা ধান, কাগজ, পাট, ছোলা, মটর দিয়ে তৈরি করছে পরিবেশবান্ধব রাখি। একদিকে যেমন রাখির মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতা এবং সবুজের বার্তা দিচ্ছেন তারা তেমনই তাদের মধ্যে সৃজনশীলতা বোধের উন্মেষেই এই ভাবনা কর্তৃপক্ষের। শুধু তাই নয়, রাখির প্রশিক্ষণ নিয়ে আগামী ভবিষ্যতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, স্বনির্ভরতার ভাবনা দিচ্ছেন তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবারও প্রায় দেড় থেকে দু’হাজার রাখি তৈরি করেছে তারা, তবে সম্পূর্ণটাই পরিবেশ সহযোগী। রাখি বন্ধন উৎসবে হোমের সকল মেয়েরা মিলে বিভিন্ন আধিকারিকদের রাখি পরিয়ে দেবে তারা। স্বাভাবিকভাবে বিশেষভাবে সক্ষমতা সমাজে প্রতিবন্ধকতা নয়, তা প্রমাণ করেছে এই মেয়েরা তাদের সৃজনশীলতা এবং উদ্যোগ অবাক করবে সকলকে।