সোনার ছেলে বারিন। জোড়া সোনা জিতে নাম উজ্জ্বল করেছে সবং-এর ছেলে। সবং-এর প্রত্যন্ত গ্রাম উত্তর বাঁশবনির ছেলে বারিন। সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা। এলাকায় তেমন চর্চা না থাকার কারণে কপালেশ্বরী নদীর পাড় বরাবর তাকে দৌড় প্র্যাকটিস করতে হয়েছে। ফুটবল এবং দৌড় তার বরাবরের ভালবাসা। তবে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সবং থেকে জাতীয় স্তরের মঞ্চে সোনা জয়ের কারণে গোটা গ্রাম জুড়ে যেন উৎসবের মরশুম। কারণ, জাতীয় মঞ্চে জোড়া স্বর্ণপদক জিতে গ্রামে ফিরেছেন সেখানকার ‘সোনার ছেলে’ বারিন কুমার সাহু।
advertisement
আরও পড়ুন: জলপাইগুড়ির ধুপগুড়িতে এবার আইআইটি বাবা, মোনালিসা! কালীপুজোয় বিরাট আয়োজন
জানা গিয়েছে, জাতীয় স্তরের ১৫০০ মিটার এবং ৫০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জোড়া সোনা জিতেছেন এই কৃতী যুবক। দারিদ্রতার সঙ্গে লড়াই করে জাতীয় মঞ্চে এমন কৃতিত্ব অর্জন করা বারিন কুমার সাহু আজ রাজ্যের হাজার হাজার তরুণ প্রতিভার কাছে এক উজ্জ্বল উদাহরণ। বারিনের পরবর্তী লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা। বারিনের ইচ্ছে আগামীদিনে অলিম্পিকে অংশ নেওয়া।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইচ্ছে থাকলে শত বাধাকেও উপেক্ষা করে এগিয়ে যাওয়া যায়। পুষ্টিকর খাবার না পেলেও, প্রত্যন্ত গ্রাম থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে ওঠা সেই ছেলে নাম করে গোটা দেশের কাছে। বিভিন্ন রাজ্যের সফল প্রতিযোগীদের হারিয়ে এবার নতুন অধ্যায় সৃষ্টি করেছে গ্রামের এই ছেলে।