উদ্বোধনে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া
পূর্ত দফতরের উদ্যোগে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়, শুধু প্রতিক্ষালয় বললে ভুল হবে, কেননা এখানে রয়েছে শৌচালয়, পুরুষ মহিলা আলাদা আলাদা বিভিন্ন ধরনের সুবিধা। আর এই শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়ে উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এলাকায় এমন একটি বাস যাত্রী প্রতিক্ষালয় পেয়ে খুশি বাস যাত্রীরা, মন্ত্রী ও পূর্ত দফতরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যাত্রীরা।
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের প্রাণকেন্দ্র হল তেমাথানি এলাকা। যে তেমাথানির ওপর দিয়ে বিভিন্ন রুটের বাস যাতায়াত করে। যেমন তেমাথানি থেকে পটাশপুর এগরা, কাঁটাখালি, নারায়নগড়, পিংলা, ডেবরা, মেদিনীপুর রুটের বাস যাতায়াত করে। এখানেই অত্যাধুনিক ওই শীততাপ নিয়ন্ত্রিত বাস যাত্রীদের প্রতিক্ষালয়ের উদ্বোধন হয়ে গেল।
স্বাভাবিকভাবেই এমন একটি যাত্রী প্রতিক্ষালয় পাওয়ার ফলে আর তেমাথানি এলাকায় যাত্রীদের বাস ধরতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করতে হবে না। প্রায় দুই বছর ধরে কাজ চলার পর অবশেষে সাধারণ যাত্রীদের জন্য তৈরি হওয়া শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষায়লয় খুলে দেওয়া হয়। পূর্ত দফতরের উদ্যোগে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া এই যাত্রী প্রতিক্ষালয় পুজোর সময় উদ্ধোধন করেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। তারপর সাধারণ যাত্রীরা তা ব্যবহার করতে শুরু করেছেন। একসঙ্গে প্রায় ৩০ জনের বেশী মানুষ এই যাত্রী প্রতিক্ষালয়ে বসতে পারবেন।