TRENDING:

ঝাঁ চকচকে এসি রুম, সঙ্গে আরও কত কী! রাজ্যে নয়া বাস যাত্রীদের প্রতিক্ষালয়, দেখে মনে হবে...! জানুন কোথায়

Last Updated:

পূর্ত দফতরের উদ্যোগে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়, শুধু প্রতিক্ষালয় বললে ভুল হবে, কেননা এখানে রয়েছে শৌচালয়, পুরুষ মহিলা আলাদা আলাদা বিভিন্ন ধরনের সুবিধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সবং, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালি: দেখে মনে হবে কোনও এয়ারপোর্ট বা রেল স্টেশনে এসে পৌঁছেছেন, মনে হবে এয়ারপোর্টের বা রেলের শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়ে বিমান বা ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। কিন্তু তা নয়, যে জায়গার কথা বলছি সেটি একটি বাসস্ট্যান্ড এবং বাস যাত্রীদের প্রতিক্ষালয়। এবার ব্যাপক সুবিধাযুক্ত একটি শীততাপ নিয়ন্ত্রিত বাস যাত্রীদের প্রতিক্ষালয়ের উদ্বোধন হল রাজ্যে।
শীততাপ নিয়ন্ত্রিত বাস যাত্রী প্রতিক্ষালয়
শীততাপ নিয়ন্ত্রিত বাস যাত্রী প্রতিক্ষালয়
advertisement

উদ্বোধনে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

পূর্ত দফতরের উদ্যোগে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়, শুধু প্রতিক্ষালয় বললে ভুল হবে, কেননা এখানে রয়েছে শৌচালয়, পুরুষ মহিলা আলাদা আলাদা বিভিন্ন ধরনের সুবিধা। আর এই শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষালয়ে উদ্বোধন করেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এলাকায় এমন একটি বাস যাত্রী প্রতিক্ষালয় পেয়ে খুশি বাস যাত্রীরা, মন্ত্রী ও পূর্ত দফতরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যাত্রীরা।

advertisement

আরও পড়ুন: আর ঘুরপথে, জল ডিঙিয়ে নয়, এবার স্যাট করে হবে যাতায়াত! ঝাঁ চকচকে নতুন সেতু পাচ্ছে ‘এই’ জেলা, জানুন বিস্তারিত

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের প্রাণকেন্দ্র হল তেমাথানি এলাকা। যে তেমাথানির ওপর দিয়ে বিভিন্ন রুটের বাস যাতায়াত করে। যেমন তেমাথানি থেকে পটাশপুর এগরা, কাঁটাখালি, নারায়নগড়, পিংলা, ডেবরা, মেদিনীপুর রুটের বাস যাতায়াত করে। এখানেই অত্যাধুনিক ওই শীততাপ নিয়ন্ত্রিত বাস যাত্রীদের প্রতিক্ষালয়ের উদ্বোধন হয়ে গেল।

advertisement

আরও পড়ুন: ছাগলের উপর শিয়ালের হানা, বাঁচাতে গিয়ে আহত হতেই রুদ্রমূর্তি মালিকের! শিয়ালকেই দড়ি বেঁধে ঘোরালেন গ্রাম, তারপর…

সেরা ভিডিও

আরও দেখুন
অন্নভোগে সাজানো থাকে মাছ, মুর্শিদাবাদের আদি কিরীটেশ্বরী মন্দির ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী
আরও দেখুন

স্বাভাবিকভাবেই এমন একটি যাত্রী প্রতিক্ষালয় পাওয়ার ফলে আর তেমাথানি এলাকায় যাত্রীদের বাস ধরতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করতে হবে না। প্রায় দুই বছর ধরে কাজ চলার পর অবশেষে সাধারণ যাত্রীদের জন্য তৈরি হওয়া শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতিক্ষায়লয় খুলে দেওয়া হয়। পূর্ত দফতরের উদ্যোগে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া এই যাত্রী প্রতিক্ষালয় পুজোর সময় উদ্ধোধন করেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। তারপর সাধারণ যাত্রীরা তা ব্যবহার করতে শুরু করেছেন। একসঙ্গে প্রায় ৩০ জনের বেশী মানুষ এই যাত্রী প্রতিক্ষালয়ে বসতে পারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝাঁ চকচকে এসি রুম, সঙ্গে আরও কত কী! রাজ্যে নয়া বাস যাত্রীদের প্রতিক্ষালয়, দেখে মনে হবে...! জানুন কোথায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল