যাদের নামিদামি স্মার্টফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তারা অনেকেই সেই হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন ফিরে পাওয়ার আশা একপ্রকার ছেড়ে দেন বললেই চলে। তবে এবার দুর্গাপুজোর মুখে আশা ছেড়ে দেওয়া ওই সকল মানুষদের মুখেই হাসি ফোটাল পশ্চিম মেদিনীপুর পুলিশ।
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং দাসপুর থানার সহযোগিতায় পুজোর আগে খুশির হাওয়া মূলত হারিয়ে যাওয়া একের পর এক ফোন ফিরে পাওয়ার পরিপ্রেক্ষিতে। দাসপুর থানার উদ্যোগে উদ্ধার হওয়া একাধিক হারানো মোবাইল ফোন আসল মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, বিভিন্ন কারণে বহু মানুষের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। জেলা পুলিশের উদ্যোগে ফোনগুলি উদ্ধার করা সম্ভব হয়। দাসপুর থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হল মোবাইল ফোনগুলি।
আরও পড়ুন: হারিয়ে যাওয়া ২ শিল্পকে মার্জ! শিল্পীর তাক লাগানো বিজনেস আইডিয়া, লুফে নিচ্ছেন ক্রেতারা
পুলিশের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ যেন সতর্ক থাকেন। মানুষ সতর্ক হলে এই ধরনের ঘটনা অনেকটাই কমবে। পুলিশ সরকারি অ্যাপের মাধ্যমে এই সমস্ত ঘটনায় খোঁজ লাগিয়ে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করছে। অন্যদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি আসল মালিকরা। অনেকেই জানাচ্ছেন, তারা তাদের হারিয়ে যাওয়া ফোন ফিরে পাবেন এই আশা একপ্রকার ছেড়ে দিয়েছিলেন। এমনকি ফোন হাতে পেয়েও অনেকের বিশ্বাস হচ্ছে না, যে তারা সত্যি সত্যিই হারিয়ে যাওয়া ফোন ফিরে পেলেন।