Durga Puja 2025: টাকার অভাবে পুজো হত না! সহায় হয়ে দাঁড়াল লক্ষ্মীর ভাণ্ডার, গৃহবধূদের সিদ্ধান্তে দশভুজা এলেন 'এই' গ্রামে

Last Updated:

দুর্গাপুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের একমাসের টাকা দিয়ে দুর্গাপুজো করছেন ভড়া গ্রামের ৮০ জন গৃহবধূ। দুর্গাপুজোর নাম ভড়া গোয়ালাপাড়া মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো
লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় দুর্গাপুজো
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডল: দুর্গাপুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের একমাসের টাকা দিয়ে দুর্গাপুজো করছেন ভড়া গ্রামের ৮০ জন গৃহবধূ। দুর্গাপুজোর নাম ভড়া গোয়ালাপাড়া মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ভড়া গোয়ালাপাড়ার মহিলারা গত বছরই প্রথম ওই উদ্যোগ নিয়েছিলেন। প্রথম বছরেই ব্যাপক সাড়া পড়ে। তাই এবার পাড়ার লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া প্রায় সব মহিলাই পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে খুঁটি পুজো হয়ে গিয়েছে। যাবতীয় প্রস্তুতিও শুরু হয়েছে। এবারে তাদের পুজোর টিম কাল্পনিক এক সুদৃশ্য মন্দির।
ভড়া গোয়ালাপাড়ায় প্রায় ১৫০ পরিবার বসবাস করে। পাড়ায় অন্যান্য পুজো হলেও দুর্গাপুজো করার মতো আর্থিক পরিস্থিতি নেই। বেশ কয়েকবার দুর্গাপুজো করার জন্য উদ্যোগ নেওয়া হলেও অর্থের অভাবে সিদ্ধান্ত বাতিল হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজো দেখতে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা, বড়রা সকলেই অন্য গ্রামে যায় ঠাকুর দেখতে। গ্রামের দশভূজা মহিলাদের এই দৃশ্য দেখে কষ্ট হয়। তারপর গত বছর গ্রামের সকল গৃহবধূরা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং তাদের সিদ্ধান্ত হয় প্রতিমাসে তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। প্রত্যেকে একমাসের টাকা দুর্গাপুজোর জন্য তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলে কেমন হয়।
advertisement
advertisement
তাতে বাঁকুড়ার ওই গ্রামের ৮০ জন মহিলা এগিয়ে আসেন। তাঁরা সক্রিয়ভাবে পুজো পরিচালনায় অংশ নেন। প্রথম বছরেই দারুণ সাড়া পড়ে। তাই এবার পাড়ার দুর্গাপুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা পাওয়া প্রায় সমস্ত মহিলাই অতি উৎসাহিত হয়ে এগিয়ে এসেছেন। এবার আরও বড় করে পুজোর অনুষ্ঠান শুরু হয়। প্রথম স্বাভাবিক একটি প্যান্ডেল করে পুজো করলেও এবার তাদের থিম ভাবনা কাল্পনিক মন্দির।
advertisement
পাশাপাশি এবারের পুজোয় যাত্রানুষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান হবে। মণ্ডপের সামনে সেলফি জোন থাকবে। একদিন বস্ত্র ও প্রসাদ বিলি করা হবে। এছাড়াও উদ্বোধনের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। রাজ্য সরকারের পুজো অনুদানের জন্য আবেদন করা হয়েছে। তা পেলে পুজোয় আরও সামাজিক কর্মসূচি করা যাবে।
advertisement
গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, গোয়ালাপাড়ার এই মহিলারা দশভূজার আরেক রূপ নিয়ে তারা দুর্গাপুজোর শুরু করেছে। তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: টাকার অভাবে পুজো হত না! সহায় হয়ে দাঁড়াল লক্ষ্মীর ভাণ্ডার, গৃহবধূদের সিদ্ধান্তে দশভুজা এলেন 'এই' গ্রামে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement