Jalpaiguri Tourism: চতুর্থীর সকালেই পয়সা উসুল! উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকেই যা দেখলেন পর্যটকরা, মন ভাল করা ছবি
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jalpaiguri Tourism: পর্যটকদের যারা জলপাইগুড়ি ঘুরতে এসেছিলেন তাদের পয়সা উসুল হয়ে গেল মহা চতুর্থীর সকালেই। ভাবছেন কীভাবে?
বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা উত্তরবঙ্গে ভিড় জমান। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই পর্যটকদের আগমন হয়ে থাকে। যে সকল পর্যটকরা উত্তরবঙ্গ ঘুরতে যান তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। আর এই সকল পর্যটকদের যারা জলপাইগুড়ি ঘুরতে এসেছিলেন তাদের পয়সা উসুল হয়ে গেল মহা চতুর্থীর সকালেই। ভাবছেন কীভাবে? (তথ্য: শান্তনু কর)
advertisement
advertisement
গরমের মধ্যে জলপাইগুড়িতে ইতিমধ্যেই শরতের শীতল অনুভূতি শুরু হয়েছে। আর এরই মধ্যে শুক্রবার সকালের ঘুম ভাঙতেই জলপাইগুড়ি থেকে দর্শন মিলল ঘুমন্ত বুদ্ধের। বলা হয় সৌভাগ্যবান পর্যটক রায় ঘুমন্ত বুদ্ধের দর্শন পান। স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর ঘুমন্ত বুদ্ধের দর্শন মন ভাল করে দিয়েছে পর্যটকদের।
advertisement
advertisement