বাড়িতে থাকা গৃহপালিত কুকুরদের নানা চিকিৎসার বন্দোবস্ত করা হলেও পথকুকুরদের দিকে ঘুরেও তাকান না কেউ। তবে বেশ কয়েকজন যুবক নিজেদের ব্যক্তিগত উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা এবং বেলদা এলাকায় প্রায় শতাধিক পথ কুকুরদের ভ্যাকসিন দেয়। মূলত শীতের সময় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এই পথ কুকুরদের। তাদের এই কর্মকাণ্ডের সহযোগিতা করেন নারায়ণগড়ের বিধায়ক, ব্লক প্রাণী দফতর ও হাসপাতাল। এদিনের এই যুবকদের কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন বেলদা প্রাণী হাসপাতালের এক পশু চিকিৎসক।
advertisement
আরও পড়ুন: বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ, যুবকের উপর চড়াও ৩ দুষ্কৃতীর! রাতের লড়াইয়ে আহত ৫
প্রসঙ্গত দিন কয়েক আগে একটি অনুষ্ঠান বাড়িতে প্রসাদ খাওয়া নিয়ে জলাতঙ্ক আতঙ্ক সৃষ্টি হয়। জানা যায়, গরুর দুধ দিয়ে প্রসাদ বানিয়েছিলেন এক ব্যক্তি আর সেখানে এই প্রসাদ খেয়েছেন একাধিক মানুষ। হঠাৎই একটি গরু অসুস্থ হলে সেই গরুকে কেন্দ্র করে জলাতঙ্ক রোগের আতঙ্ক সৃষ্টি হয়। এরপর বহু মানুষ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে জলাতঙ্ক রোগের টিকা নিয়েছেন। তবে এরপরই অন্যান্য পথ কুকুরদের জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে। উদ্যোগী হয়েছেন বেশ কয়েকজন যুবক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কুকুর ধরে তারা এই ভ্যাকসিন দিয়েছেন। বেশ কয়েকদিন ধরে চলবে তাদের এই কর্মসূচি। সাধারণ মানুষকে কুকুরের আক্রমণ থেকে রক্ষা করতে এবং জলাতঙ্ক রোগ যাতে নতুন করে না ছড়ায় যুবকদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।





