তবে এবার ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াল কাকলি এবং সুলেখা। যাদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী। তবে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। মেয়েদের সৌন্দর্য চুল, ছোট থেকেই বিশেষত মেয়েরা নানান উপায়ে সেই চুলের যত্ন নেন। তবে ক্যানসার রোগীদের চিকিৎসা চলাকালীন মাথার চুল উঠে যায়। কেমোথেরাপির ফলে রেডিয়েশন এর কারণে মাথার চুল প্রায়ই উঠে যায়। স্বাভাবিকভাবে মহিলাদের সৌন্দর্য নষ্ট হয়। তবে তারা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন, তাই তাদের পাশে দাঁড়াল দুজন মহিলা। নিজের শখের চুল ক্যানসারে আক্রান্তদের দান করলেন তারা। কাকলি পাল জানা, পেশায় একজন স্বাস্থ্যকর্মী এবং অপর একজন মহিলা দান করলেন নিজেদের চুল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
প্রসঙ্গত ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চুল দানের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার সেই মহত কাজে এগিয়ে এল এক স্বাস্থ্যকর্মী। চিকিৎসা চলাকালীন সাময়িকভাবে ক্যানসার রোগীরা নিজেকে অন্যরূপে দেখে অনেকটাই ভেঙে পড়ে। কেমোথেরাপির ফলে চুল না থাকায় মানসিকভাবে তারা অনেকটাই সমস্যায় পড়ে। এই সমস্ত ক্যানসার রোগীদের চুলদানের মাধ্যমে তাদের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয়। ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে রেডক্রস ভবনে হেয়ার ডোনেশনের ব্যবস্থা করা হয়। জানা যায়, রেড ক্রসের উদ্যোগে বেশ কয়েকবার চুল দানের ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
কেউ চাইলে স্বইচ্ছায় নিজেদের মাথার চুল দান করতে পারে। সেক্ষেত্রে এক ফুট চুল দান করতে পারেন তারা।কাকলি পাল জানা পেশায় আশা কর্মী, তিনি জানার পর, ক্যানসার রোগীদের জন্য চুল দান করার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয় দুই মহিলার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলে। আগামীতে তাদের দেখে আরও সমাজের মহিলারা উদ্বুদ্ধ হবে বলে আশা প্রত্যেকের।
রঞ্জন চন্দ