সুকৃৎ নাট্যধারার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা অডিটোরিয়াম হলে শুরু হয়েছে তিন দিনের এক বর্ণাঢ্য ও আকর্ষনীয় নাট্য উৎসব। চলতি বছর দ্বিতীয় বছরে পদার্পন করেছে এই সাংস্কৃতিক আয়োজন। নাট্যপ্রেমী এবং সংস্কৃতিমনস্ক ব্যক্তিদের কাছে ইতিমধ্যে বেশ আগ্রহ ও আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই নাট্য উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ। এলাকার বেশ কয়েকটি বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেদের পরিকল্পনা ও পরিশ্রমে প্রস্তুত করা নাটক মঞ্চস্থ করেছে। এই নাটকগুলোর মাধ্যমে নানা সমস্যা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা, সমসাময়িক নানা চিত্র তুলে ধরেছে পড়ুয়ারা।
advertisement
আরও পড়ুন: ১১ বছর বয়সে ঢোল বাজানো শুরু, আজ সেই ঢোলই বদলে দিল মনির বাবুর জীবন! খ্যাতি দেশজুড়ে
শুধু পড়ুয়াদের নাটকই নয়, তিনদিনের এই নাট্য- উৎসবে অংশ নিচ্ছে কলকাতা, হুগলি সহ মেদিনীপুর থেকে আসা একাধিক অভিজ্ঞ ও পেশাগত নাট্যদল। শিক্ষার্থী ও পেশাদার শিল্পীদের একই মঞ্চে অভিনয় দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা এনে দিয়েছে। তিনদিনের এই নাট্য উৎসব প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব যুগজিৎ নন্দ, নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট-সহ প্রমুখ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুক্রবার থেকে শুরু হওয়া এই নাট্য উৎসব চলবে আগামী রবিবার পর্যন্ত। আয়োজকদের কথায়, ছাত্রছাত্রী থেকে সকলকে মোবাইলের আসক্তি থেকে মুক্তি দিতে এই আয়োজন। তিনদিনই সন্ধ্যা থেকে থাকছে একাধিক উপস্থাপনা।





