প্রসঙ্গত, এলাকাটি মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের অধীন। ওই এলাকায় এদিন সকালে ৬টি হাতির একটি দল পৌঁছয়। সেই খবর পেয়ে স্থানীয়রা এলাকায় ভিড় করেন। তারা চিৎকার চেঁচামেচি করে হাতিগুলিকে গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন। অনেকে অবশ্য উত্ত্যক্তও করছিলেন বলে অভিযোগ। তারফলেই হাচির পাল্টা আক্রমণে ওই যুবক জখম হয়েছেন।
advertisement
যদিও তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বনকর্মীরা শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। ঘন কুয়াশার কারণে হাতির গতিবিধি বুঝতে না পেরেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ ও বন দফতর। সেইসঙ্গে সাধারণ মানুষকে আবারও এই বিষয়ে সতর্ক করেছেন বন দফতরের আধিকারিকরা। বন দফতরের তরফে জানানো হয়েছে, কোনওভাবেই হাতির যাতায়াতের রাস্তায় বাধা হওয়া বা হাতিকে উত্তপ্ত করা চলবে না।
আরও পড়ুন: ৩৫ টাকার লটারির টিকিটেই কোটিপতি! জ্যাকপট জয়ে ভাগ্যের চাকা ঘুরল পরের জায়গায় ভাঙা বাড়িতে থাকা গৃহবধূর
আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ সুত্রে জানা গিয়েছে, ‘আড়াবাড়ি রেঞ্জে এই মুহূর্তে প্রায় ৩০ টি হাতি আছে। টাঁকশাল সংলগ্ন এলাকায় ৬টি হাতি রয়েছে। আর ওই এলাকাতেই হাতি দেখতে গিয়ে হাতির হামলায় এক যুবক জখম হয়েছেন। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক রয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষ বুঝত পারছেন, বন্যপ্রাণীকে কোনওভাবে বিরক্তকরা চলবে না। পাশাপাশি এমন সময় সকলকে সাবধানে থাকতে হবে।
