Digha Hotel: বর্ষবিদায়ের আগে দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়! সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে, বুকিং ছাড়া হোটেল মেলা এখন দায়
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
East Medinipur Digha Hotel: এবার বর্ষবিদায়ের আগেই দিঘায় পর্যটকের সংখ্যা আকাশছোঁয়া। বর্ষবরণের আবহে ইতিমধ্যেই ভিড় উপচে পড়েছে সৈকত নগরীতে। বড়দিন ও নতুন বছরকে কেন্দ্র করে দিঘা এখন কার্যত হাউসফুল।
দিঘা, মদন মাইতি: এবার বর্ষবিদায়ের আগেই দিঘায় পর্যটকের সংখ্যা এক কোটি ছুঁই ছুঁই। বর্ষবরণের আবহে ইতিমধ্যেই ভিড় উপচে পড়েছে সৈকত নগরীতে। বড়দিন ও নতুন বছরকে কেন্দ্র করে দিঘা এখন কার্যত হাউসফুল। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় ৬০ শতাংশ রুম আগাম বুকিং হয়ে গিয়েছে। বিশেষ করে বড়দিন এবং বড়দিন পরবর্তী সময়ে সবচেয়ে বেশি বুকিং হয়েছে। এখন থেকেই ১ জানুয়ারির জন্য প্রচুর বুকিং আসছে। হোটেল মালিকদের আশা, ২৫ ডিসেম্বরের আগেই বাকি সব ঘরও বুকিং হয়ে যাবে।
হোটেল ম্যানেজারদের একাংশ জানিয়েছেন, গত বছর বর্ষবরণের সময় যে ভিড় হয়েছিল, এবার তা ছাপিয়ে যেতে পারে। সেই কারণে এবার আগাম বুকিং ছাড়া দিঘায় এসে হোটেল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকের আশঙ্কা, বুকিং ছাড়া শেষ মুহূর্তে এসে পর্যটকদের সমুদ্র সৈকতেই রাত কাটাতে হতে পারে। বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির প্রথম সপ্তাহে ঘর পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠতে পারে। তাই পর্যটকদের আগাম পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। এখন থেকেই অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই বুকিং দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন: ৩৫ টাকার লটারির টিকিটেই কোটিপতি! জ্যাকপট জয়ে ভাগ্যের চাকা ঘুরল পরের জায়গায় ভাঙা বাড়িতে থাকা গৃহবধূর
advertisement
এবার দিঘার পর্যটন মানচিত্রে নতুন সংযোজন হয়েছে জগন্নাথ মন্দির। কয়েক মাস আগেই মহাসমারোহে উদ্বোধন হয়েছে এই মন্দিরের। তারপর থেকেই সেখানে ভক্তদের ঢল নেমেছে। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, গত প্রায় সাত মাসে জগন্নাথ মন্দিরে ৯০ লক্ষেরও বেশি ভক্ত এসেছেন। বছর শেষ হওয়ার আগেই সেই সংখ্যা এক কোটি ছুঁয়ে ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। মন্দিরকেন্দ্রিক পর্যটনের জেরে দিঘায় ভিড় আরও বেড়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে কালোবাজারির আশঙ্কাও মাথাচাড়া দিচ্ছে। পূর্বের অভিজ্ঞতা থেকে কিছু ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে তৎপর হয়েছে জেলা প্রশাসন এবং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। কালোবাজারি রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানান হয়েছে, সুযোগ নিয়ে কেউ বাড়তি টাকা নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলেই দ্রুত তদন্ত করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Dec 22, 2025 12:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Hotel: বর্ষবিদায়ের আগে দিঘায় উপচে পড়ছে পর্যটকদের ভিড়! সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে, বুকিং ছাড়া হোটেল মেলা এখন দায়







