স্থানীয়দের অভিযোগ, মালগাড়ি থেকে রেক সিস্টেমে ব্যবসার উদ্দেশ্যে বড় বড় ট্রাক ও লরি ঢোকে স্টেশন এলাকায়। আর সেই ভারী যানবাহনের চাপেই রাস্তাটা আজ চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই ট্রাক চলাচল রাস্তাকে আরও দুর্বিষহ করে তুলছে। অনেকে বলছেন, “স্টেশনে যাওয়ার এই রাস্তাই হাজার মানুষের লাইফলাইন। কিন্তু দিনের পর দিন এই অবস্থায় কারও নজর নেই। ছোটো বাচ্চা, পড়ুয়া, অফিস যাত্রী সবার জন্যই বিপদ। রেললাইনের পাশ দিয়ে হাঁটা ছাড়া যেন আর পথই নেই। আর এভাবেই চলছে প্রতিদিনের ঝুঁকি।”
advertisement
আরও পড়ুন: জল জমার সমস্যা দূর করতে রাস্তা উঁচু! হাওড়ায় হিতে বিপরীত, আরও বড় আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা
এলাকার মানুষদের একটাই দাবি ,যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কার হোক। প্রতিদিন হাজার মানুষের ব্যবহার করা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দা শ্যাম মুখার্জী বলেন, “এখন তো তবুও যাতায়াত করা যাচ্ছে, তবে বর্ষা এলে পুকুর হয়ে যায় রাস্তাটি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়রা বলছেন, যদি এখনই সংস্কারের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে যেকোনও দিন বড় দুর্ঘটনা ঘটতেই পারে। বাসিন্দাদের অনুরোধ রেল দফতর, পঞ্চায়েত এবং প্রশাসন একসঙ্গে রাস্তাটি পরিদর্শন করে অবিলম্বে সংস্কারের পদক্ষেপ নিক। কারণ চন্দ্রকোনা রোড স্টেশন শুধু একটি যাতায়াত কেন্দ্র নয়, এটি বহু গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত।





