গনগনির রূপ দর্শন করার পর রাইডার্স কমিউনিটির সদস্যেরা পার্শ্ববর্তী গ্রামাঞ্চল ঘুরে দেখেন। স্থানীয় মানুষের জীবনযাপন, কাঁচা রাস্তাঘাট ও প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার গল্প তাঁদের মন ছুঁয়ে যায়। ঠিক সেখান থেকেই শুরু হয় তাঁদের মানবিক উদ্যোগ।
advertisement
গ্রামের দুঃস্থ মানুষদের সাহায্য করতে তাঁরা গড়বেতার ভট্য এলাকায় পৌঁছে যান। শীতের হিমেল হাওয়ায় যেখানে অনেক মানুষ এখনও যথাযথ শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন, সেখানে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এই ক্যাম্পের আয়োজন। এক এক করে লাইন দিয়ে দাঁড়াতে থাকেন স্থানীয় অসহায় মানুষেরা। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের সদস্যেরা সসম্মানে তাঁদের হাতে তুলে দেন শীতবস্ত্র।
এই কর্মসূচিতে শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়, যার প্রতিটি মুহূর্ত ভরে ওঠে মানবিকতার আলোয়। শিশু থেকে বৃদ্ধ, সবার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা অপরাজিতা রায় সিনহা জানিয়েছেন “গত ছয় বছর ধরে আমরা এইরকম সামাজিক কর্মসূচি করে আসছি। শুধু রাইড নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আগামী দিনে আরও বড় পরিকল্পনায়, আরও বেশি মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে চাই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রকম উদ্যোগে গর্বে ভরে ওঠে গড়বেতার গনগনি, যেখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, মানুষের প্রতি মানুষের ভালবাসা ও মানবিকতার আলো আজ উজ্জ্বল হয়ে উঠল। রাইডার্স কমিউনিটির এই উদ্যোগ যেন প্রমাণ করে মানবিকতাই মানুষের হৃদয়ে পৌঁছনোর অন্যতম রাস্তা।





