TRENDING:

West Medinipur News: নেশামুক্তি কেন্দ্রে বেধড়ক মারধর, ছেলেকে দেখতে গিয়ে শিউড়ে উঠলেন মা-বাবা! তোলপাড় গোটা এলাকায়

Last Updated:

West Medinipur News: নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের মারধর। অভিযোগ পেয়ে কেন্দ্রের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে যুবকদের ওপর অকথ্য অত্যাচার। অভিযোগ পেয়েই দাসপুর থানার পুলিশের হাতে গ্রেফতার দুই। কেন্দ্রে থাকা ১৫ জন যুবক আপাতত পুলিশি নিরাপত্তায়। গ্রেফতার মালিক সহ দু’জন। আদালতের নির্দেশে দু’জনেরই চার দিনের পুলিশ হেফাজত। দাসপুরের গয়লাখালীতে প্রেরণা সেবা কেন্দ্র নামের একটি নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নেশামুক্তি কেন্দ্রে অত্যাচারিত হওয়া এক যুবকের বাবা-মা।
পুলিশের জালে দুই অভিযুক্ত
পুলিশের জালে দুই অভিযুক্ত
advertisement

দাসপুরের রাধাকান্তপুরের বাসিন্দা ওই যুবকের বাবা মা এর কথায়, ‘মাসখানেক আগে তাদের ছেলেকে ওই নেশা মুক্তিকেন্দ্রে ভর্তি করিয়েছিলাম। ছেলে মদ্যপানের নেশায় জড়িয়ে পড়েছিল। ছেলের সঙ্গে দেখা করতে গেলে দেখা করতে দেওয়া হত না। জোরাজুরি করে ছেলের দেখা পেতাম। তিনদিন আগে দেখতে গিয়ে ছেলেকে বেধড়ক মারধর করা হয়েছে বলে জানতে পারি। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয়েছে।’ যুবকের বাবা মা বলেন,’নেশা মুক্তির জন্য ভরসা করে ওখানে রেখেছিলাম।

advertisement

আরও পড়ুন: চায়ের ঠেক, পাড়ার আড্ডায় ‘সারপ্রাইজ ভিসিট’ আইসি’র, টিম নিয়ে ঘুরছেন গ্রামে গ্রামে! বিলিয়ে দিচ্ছেন নিজের ফোন নম্বর

ছেলেকে মেরে দেওয়ার জন্য না। শুধু মারধর না,নানা রকমের মানসিক নির্যাতনও করা হত বলে তাঁদের অভিযোগ। ‘নেশা মুক্তি কেন্দ্র থেকে আপাতত ছেলেকে বাড়ি নিয়ে গিয়েছেন তার বাবা মা। জানা গিয়েছে, বর্তমানে ওই কেন্দ্রে ১৬ জন রয়েছে। কেন্দ্রের মালিক সৌভিক পাঁজা ও ম্যানেজার ঋত্বিক মন্ডলকে রবিবার ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক দু’জনকেই চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার জানান, ‘আমাদের কাছে অভিযোগ আসে ৩০ বছরের এক যুবক গত একমাস ধরে ওই কেন্দ্রে ভর্তি ছিলেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘার কাছেই নতুন চমক! রং-তুলির ক্যানভাসে ফুটে উঠছে চোখধাঁধানো সব ছবি, উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

নেশা করতেন। সেই নেশা ছাড়ানোর জন্য তাকে সেখানে পাঠানো হয়েছিল। তাকে অত্যাচার করা হয়েছে , এরকম একটি খবর আমরা পেয়ে সেখানে পুলিশ টিম পাঠাই। সবার সঙ্গে কথা বলে তার সত্যতা পাই। পরিবারের তরফ থেকে অভিযোগ নিয়ে মামলা শুরু করা হয়।  নেশা মুক্তি কেন্দ্রের মালিক ও আরও একজনকে গ্রেফতার করে কোর্টে পাঠালে চার দিনের পুলিশ হেফাজতে দিয়েছেন বিচারক। হেফাজতে পাওয়া নেশামুক্তি কেন্দ্রের মালিক ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: নেশামুক্তি কেন্দ্রে বেধড়ক মারধর, ছেলেকে দেখতে গিয়ে শিউড়ে উঠলেন মা-বাবা! তোলপাড় গোটা এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল