জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাসে আচমকা সজোরে ধাক্কা প্রাইভেট গাড়িটি। পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের মাদপুর এলাকায় সামনে এসেছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাসে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরে প্রায় সঙ্গেসঙ্গেই মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।
আরও পড়ুন: রাস্তার পাশের দোকান-গাড়িতে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের! ভরদুপুরে নদিয়ায় মারাত্মক দুর্ঘটনা
advertisement
তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জাতীয় সড়ক কর্তৃপক্ষের রেসকিউ টিম। ঘটনাস্থলে হাজির হন খড়্গপুর লোকাল থানার ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাঁড়িয়ে থাকা ওই সরকারি বাসে নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। এছাড়াও খবর পেয়ে পুলিশকর্মী ও রেসটিউ টিম হাজির হয়।
আরও পড়ুন: ছোট্ট ছোট্ট সারমেয়দের হাড্ডাহাড্ডি লড়াই! মধ্যমগ্রামে জমাটি ডগ শো, চারপেয়েদের কেরামতি দেখতে ভিড়
তারপর দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে সকলকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বাসটি কলকাতা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। মাদপুরে যাত্রী নামানোর সময় পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়িটি। তারফলেই এই মর্মান্তিক পরিণতি।
