Dog Show: ছোট্ট ছোট্ট সারমেয়দের হাড্ডাহাড্ডি লড়াই! মধ্যমগ্রামে জমাটি ডগ শো, চারপেয়েদের কেরামতি দেখতে ভিড়
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Madhyamgram Dog Show: মধ্যমগ্রামে বর্ণাঢ্য ডগ শোয়ের আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ মধ্যমগ্রাম সিটি অফ জয় ক্যানাল ক্লাবের উদ্যোগে এদিন অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ডগ শো। উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রামের মাইকেল নগর প্লে গ্রাউন্ডে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
নানা ধরনের বিদেশি প্রজাতির পোষ্য কুকুরকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন বহু পোষ্য মালিক। দক্ষ ও অভিজ্ঞ বিচারকদের বিচারে এই ডগ শো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পোষ্যদের ১-৮ নম্বর পর্যন্ত পর্যায়ক্রমে সেরার সেরা হিসেবে পুরস্কৃত করা হবে। বিচার প্রক্রিয়ায় পোষ্যদের পরিচর্যা, দাঁত, ত্বক, লোমের গুণমান থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করা হয়। সমস্ত দিক বিচার করেই সেরা পোষ্য নির্বাচন করা হয় বলে জানান উদ্যোক্তারা।
advertisement
আরও পড়ুনঃ বছরের শুরুতেই রঘুনাথগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা! লরির চাকায় পিষে একজনের মৃত্যু, গুরুতর জখম আরও ৩
ডগ শো-য়ে অংশগ্রহণকারী পোষ্য মালিকরা জানান, ডগ ফুডের পাশাপাশি বাড়িতে তৈরি ভাত, মাংস, কাঁচকলা, মিষ্টি কুমড়োর মতো খাবার পোষ্যদের সুস্থ ও হেলদি রাখতে বিশেষভাবে উপকারী। পাশাপাশি পোষ্যদের চিকিৎসার ক্ষেত্রে নিয়ম মেনে প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন তাঁরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে উদ্যোক্তারা স্বীকার করেন, বর্তমানে দক্ষ ও প্রশিক্ষিত পেট সার্জেন্ট ও পশু চিকিৎসকের অভাব রয়েছে, যা ভবিষ্যতে পোষ্য পালনের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এদিনের ডগ শো-য়ে ডোবারম্যান, ল্যাব্রাডর, পমেরানিয়ান সহ বিভিন্ন প্রজাতির কুকুর অংশ নেয়। অনুষ্ঠান দেখতে ভিড় জমান বহু মানুষ ও পশুপ্রেমীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডগ শো আগামীকালও চলবে, যেখানে আরও বেশি দর্শক ও পোষ্যপ্রেমীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 04, 2026 2:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dog Show: ছোট্ট ছোট্ট সারমেয়দের হাড্ডাহাড্ডি লড়াই! মধ্যমগ্রামে জমাটি ডগ শো, চারপেয়েদের কেরামতি দেখতে ভিড়








