জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ বিকট আওয়াজে কেঁপে উঠে গোটা গ্রাম। স্থানীয়রা হঠাৎই দেখতে পান, এলাকায় তীব্র আগুনের লেলিহান শিখা। তখনই ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন দু’ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: AIIMS’র রিপোর্টে চক্ষু চড়কগাছ, নিপা ভাইরাসে আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্মীরা! বারাসতে নতুন আতঙ্ক
advertisement
এলাকাবাসীদের সূত্রে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই আগুন লেগে থাকতে পারে। যদিও কেউ কেউ আবার দাবি করছেন, দোকানের উপর দিয়ে বিদ্যুৎবাহী তার যাওয়ার কারণেও হতে পারে। ঘটনাস্থলে দেখা গিয়েছে, ওই দোকান ঘর থেকে গ্যাস সিলিন্ডার বেশ কিছুটা দূরে পড়ে রয়েছে।
আরও পড়ুন: জয়নগরে ‘এই’ জায়গার মোয়া মানেই এখন ল্যাব-টেস্টেড, দোকানেই আস্ত পরীক্ষাগার! বাজারে তোলপাড়
তবে দমকলের পক্ষ থেকে আগুন লাগার স্পষ্ট কারণ কিছু জানানো হয়নি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার আসল কারণ। অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণও কিছু জানা যায়নি। তবে রাতের এই আগুনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে খড়্গপুর লোকাল থানার পুলিশ।
