জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে! এই কবিতা আমরা সকলেই পড়েছি। তবে মানুষ তার কৃতিত্বে কর্মকাণ্ডে সামাজিকতায় মহান ও অমর হয় ঠিকই কিন্তু একদিন এই জগত ছেড়ে বিদায় নিতে হয় পঞ্চভূতে বিলীন হয় তখন সেই মানুষটা। তবে প্রিয়জনের কাছে তার দেহ স্মৃতিতে থেকে যায়। এতদিন বড়জোর তার এক আধটা ছবি নিজেদের কাছে রেখে আমরা শান্তি খুঁজে নিতাম তবে এখন এক অভিনব উপায় এসেছে।
advertisement
আরও পড়ুন: ২ টাকায় পরোটা, সঙ্গে প্লেট ভর্তি ঘুগনি! কীভাবে সম্ভব, ফাঁস পরিতোষ দার দোকানের আসল ফান্ডা
শুনুন তাহলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে দাসপুর থানার অন্তর্গত সোনামুই এলাকায় রয়েছে গনেশ আর্ট গ্যালারি। আর এইখানেই মার্বেল খোদাই করে চলছে মূর্তি তৈরি সেখানে মনীষীদের মূর্তি তো পাবেনই, আপনি চাইলে আপনার প্রিয় মানুষদের মূর্তিও হুবুহু বানিয়ে দেবে তারা। সুদক্ষ কারিগর দ্বারা মার্বেল খোদাই করে তৈরি হচ্ছে অবিকল মূর্তি। এই গণেশ আর্ট গ্যালারিতে বহু দূর দূরান্ত থেকে অর্ডার আসে। বহু মনীষী থেকে শুরু করে প্রিয় মানুষদের মূর্তি পৌঁছে গেছে দূরান্তের গন্তব্যস্থলে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে এই দোকান দেখলেই চোখ জুড়িয়ে যাবে সকলের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনরাত এক করে চলছে মার্বেল খোদাই এর কাজ, মার্বেল খোদাই করে তৈরি হচ্ছে হুবুহু মূর্তি। প্রিয় মানুষদের হারানোর যন্ত্রণা যে বা যাঁরা হারান তারাই বোঝেন। ভুলতে পারে না কেউই। তাই সর্বক্ষণের জন্য প্রিয় মানুষটাকে বাড়িতে রাখতে এই মূর্তির চাহিদা বাড়ছে উত্তরোত্তর। ছোট কিংবা বড় সব ধরনের মূর্তি তৈরি হয় এখানে। দিন দিন তাই এই শৈল্পিকতার চাহিদাও বাড়ছে। বাড়ছে কর্মসংস্থান।