২ টাকায় পরোটা, সঙ্গে প্লেট ভর্তি ঘুগনি! কীভাবে সম্ভব, ফাঁস পরিতোষ দার দোকানের আসল ফান্ডা

Last Updated:

বহু বছর ধরে এক পয়সাও দাম বাড়াননি এলাকার পরিতোষ মণ্ডল। সকাল থেকেই তার দোকানে লেগে থাকে মানুষের ভিড়। গরম তেলের কড়াইয়ে ভাসতে থাকা মুচমুচে পরোটা আর তার সুবাস পথচলতি মানুষকে আকর্ষণ করে নেয়।

+
পরিতোষ

পরিতোষ দার ভাইরাল পরোটা দোকানের রহস্য ফাঁস

বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: মূল্যবৃদ্ধির বাজারে চমক! মাত্র দু’টাকায় পরোটা বসিরহাটে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যখন দিন দিন আকাশছোঁয়া, তখন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মাটিয়ার বেঁকি কালিবাড়ি এলাকায় ঘটছে এক অন্যরকম ঘটনা। এখানে মাত্র দু’টাকায় পাওয়া যাচ্ছে গরম গরম পরোটা আর সঙ্গে ঘুগনি! শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
বহু বছর ধরে এক পয়সাও দাম বাড়াননি এলাকার পরিতোষ মণ্ডল। সকাল থেকেই তার দোকানে লেগে থাকে মানুষের ভিড়। গরম তেলের কড়াইয়ে ভাসতে থাকা মুচমুচে পরোটা আর তার সুবাস পথচলতি মানুষকে আকর্ষণ করে নেয়। তাই গরম গরম পরোটা খাওয়ার জন্য কালীবাড়ির এই দোকানে প্রতিদিনই ভিড় জমায় ছোট-বড় সকলেই। দ্রব্যমূল্যের বাজারে যখন এক কাপ চায়ের দামও বাড়ছে, তখন পরিতোষবাবুর দোকানে অটলভাবে দু’টাকায় পরোটা পাওয়াটা যেন মানুষের কাছে এক সুখবর।
advertisement
advertisement
কীভাবে এত সস্তায় তিনি ক্রেতাদের খাওয়াতে পারেন? হাসিমুখে পরিতোষবাবু জানালেন— “দোকানের সবরকম কাজ আমি নিজেই করি। আলাদা করে শ্রমিক রাখার খরচ নেই। আর বিক্রিও ভাল হয়। তাই কম টাকাতেই সবার মুখে হাসি ফোটাতে পারি।” উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাধারণ মানুষের কাছে এই দোকান এখন শুধু খাবারের স্বাদ নয়, মানবিকতারও প্রতীক। যেখানে চারদিকে মূল্যবৃদ্ধির চাপ, সেখানে পরিতোষ মণ্ডলের দু’টাকার পরোটা যেন ভরসার আলো।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দোকানে পরোটা খেতে আসা ক্রেতারা জানিয়েছেন, দু’টাকার পরোটা তাদের কাছে সবচেয়ে বড় স্বস্তি। কেননা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে কেউই এত কম দামে তাদের পরোটা দিয়ে থাকেন না। আবার শুধু পরোটা নয়, তার সঙ্গে পাওয়া যায় ঘুগনিও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২ টাকায় পরোটা, সঙ্গে প্লেট ভর্তি ঘুগনি! কীভাবে সম্ভব, ফাঁস পরিতোষ দার দোকানের আসল ফান্ডা
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement