২ টাকায় পরোটা, সঙ্গে প্লেট ভর্তি ঘুগনি! কীভাবে সম্ভব, ফাঁস পরিতোষ দার দোকানের আসল ফান্ডা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বহু বছর ধরে এক পয়সাও দাম বাড়াননি এলাকার পরিতোষ মণ্ডল। সকাল থেকেই তার দোকানে লেগে থাকে মানুষের ভিড়। গরম তেলের কড়াইয়ে ভাসতে থাকা মুচমুচে পরোটা আর তার সুবাস পথচলতি মানুষকে আকর্ষণ করে নেয়।
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: মূল্যবৃদ্ধির বাজারে চমক! মাত্র দু’টাকায় পরোটা বসিরহাটে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যখন দিন দিন আকাশছোঁয়া, তখন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মাটিয়ার বেঁকি কালিবাড়ি এলাকায় ঘটছে এক অন্যরকম ঘটনা। এখানে মাত্র দু’টাকায় পাওয়া যাচ্ছে গরম গরম পরোটা আর সঙ্গে ঘুগনি! শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।
বহু বছর ধরে এক পয়সাও দাম বাড়াননি এলাকার পরিতোষ মণ্ডল। সকাল থেকেই তার দোকানে লেগে থাকে মানুষের ভিড়। গরম তেলের কড়াইয়ে ভাসতে থাকা মুচমুচে পরোটা আর তার সুবাস পথচলতি মানুষকে আকর্ষণ করে নেয়। তাই গরম গরম পরোটা খাওয়ার জন্য কালীবাড়ির এই দোকানে প্রতিদিনই ভিড় জমায় ছোট-বড় সকলেই। দ্রব্যমূল্যের বাজারে যখন এক কাপ চায়ের দামও বাড়ছে, তখন পরিতোষবাবুর দোকানে অটলভাবে দু’টাকায় পরোটা পাওয়াটা যেন মানুষের কাছে এক সুখবর।
advertisement
আরও পড়ুন: বেসরকারি হাসপাতালকে বলে বলে টেক্কা! এবার সরকারি হাসপাতালেই এসি রুম, পরিষেবাও নজরকাড়া, জানুন
advertisement
কীভাবে এত সস্তায় তিনি ক্রেতাদের খাওয়াতে পারেন? হাসিমুখে পরিতোষবাবু জানালেন— “দোকানের সবরকম কাজ আমি নিজেই করি। আলাদা করে শ্রমিক রাখার খরচ নেই। আর বিক্রিও ভাল হয়। তাই কম টাকাতেই সবার মুখে হাসি ফোটাতে পারি।” উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাধারণ মানুষের কাছে এই দোকান এখন শুধু খাবারের স্বাদ নয়, মানবিকতারও প্রতীক। যেখানে চারদিকে মূল্যবৃদ্ধির চাপ, সেখানে পরিতোষ মণ্ডলের দু’টাকার পরোটা যেন ভরসার আলো।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দোকানে পরোটা খেতে আসা ক্রেতারা জানিয়েছেন, দু’টাকার পরোটা তাদের কাছে সবচেয়ে বড় স্বস্তি। কেননা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে কেউই এত কম দামে তাদের পরোটা দিয়ে থাকেন না। আবার শুধু পরোটা নয়, তার সঙ্গে পাওয়া যায় ঘুগনিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 1:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২ টাকায় পরোটা, সঙ্গে প্লেট ভর্তি ঘুগনি! কীভাবে সম্ভব, ফাঁস পরিতোষ দার দোকানের আসল ফান্ডা