এই বছরও অন্যথা হয়নি। শীত পড়তেই এখানে দোকান বসেছে। প্রতি বছর বিভিন্ন রাজ্য থেকে এখানে বহু বিক্রেতা আসেন, স্টল দিয়ে বিক্রি হয় শীতের পোশাক। এলাকায় একাধিক শপিং মল, বড় বড় দোকান থাকলেও এই মার্কেট থেকেই প্রতিদিন হাজার হাজার টাকার শীতের পোশাক বিক্রি করেন বিক্রেতারা। এবারও খড়গপুর শহরের রাবণপোড়া মাঠে বসেছে তিব্বত মার্কেট। খড়গপুর এবং পার্শ্ববর্তী এলাকায় যা ভুটিয়া মার্কেট নামে পরিচিত।
advertisement
প্রায় বেশ কয়েক দশক ধরেই খড়গপুর শহরে শীতের সময় মূলত ব্যবসার জন্য বিক্রেতারা উপস্থিত হন। স্টল সাজিয়ে রীতিমত উইন্টার কালেকশনের মার্কেট গড়ে তোলেন তাঁরা। এই বছরও দার্জিলিং, নেপাল, ভুটান, দেরাদুন থেকে বহু বিক্রেতা এসেছেন। সুলভ মূল্যে বিক্রি করছেন শীতের নানা পোশাক। প্রতিদিনই বেশ ভাল ভিড় জমছে। দারুণ কোয়ালিটির সঙ্গে নিত্যনতুন ডিজাইনের বিভিন্ন শীতের পোশাক নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত এখানে শীতের নানা পোশাক পাওয়া যাবে। বিভিন্ন জিনিসের দাম সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ প্রায় তিন হাজার টাকা পর্যন্ত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরে একাধিক জায়গায় বড় বড় শপিং মল, দোকান থাকলেও বছরের এই তিন মাস ভুটিয়াদের ভাল বিক্রি হয়। নিত্যনতুন ডিজাইনের শীতের পোশাক কিনতে ভিড় জমান খড়গপুরের মানুষ। দূরদূরান্ত থেকেও অনেক মানুষ তাঁদের কাছে ছুটে আসেন। স্বাভাবিকভাবে খড়গপুরের মানুষের কাছে এক পরিচিত নাম ভুটিয়া মার্কেট, ব্যবসায়িক ভাষায় যা পরিচিত তিব্বত মার্কেট হিসেবে।





