তিন রেলকর্মী খেলোয়াড়ের এই সাফল্যের জন্য আদ্রা ডিভিশনের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানালেন আদ্রা ডিভিশনের রেলের স্পোর্টস অফিসার ও সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার শচীন্দ্র বর্মা। উপস্থিত ছিলেন ডিভিশনাল অপারেশন ম্যানেজার রিশু প্রিয়া। খেলোয়াড়দের পাশাপাশি তাদের কোচ এস. লকেশ্বরীকেও বিশেষ সম্মান জানান হয়। রেলের স্পোর্টস অফিসারদের পাশাপাশি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রিকেট সেক্রেটারি অশোক যাদব ও জেনারেল সেক্রেটারি জাভেদ খান।
advertisement
আরও পড়ুন: জঙ্গল লাগোয়া জমিতে ভাল আলু চাষ, তবুও মন খারাপ চাষিদের! আসল কারণ কিন্তু গজরাজ
জানা যায়, পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ৮৪ কেজি বিভাগে পি. নিশান্তি স্বর্ণপদক জিতেছেন। তামিলনাড়ুর বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি বর্তমানে আদ্রায় কর্মরত। ৬৭ কেজি বিভাগে সাথুপতি দোয়ারকা রৌপ্যপদক অর্জন করেছেন। তিনি তেলেঙ্গানার বাসিন্দা, কর্মসূত্রে আদ্রা ডিভিশনে কর্মরত। অন্যদিকে ৫২ কেজি বিভাগে সুমন দেবী তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জপদক অর্জন করেছেন। তিনি হরিয়ানার বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনিও আদ্রায় থাকেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আদ্রা ডিভিশনের তিন রেলকর্মী খেলোয়াড়ের নজরকাড়া সফল্যে আদ্রা ডিভিশনের রেলের স্পোর্টস অফিসার ও সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার শচীন্দ্র বর্মা বলেন, “১৫তম অল ইন্ডিয়া রেলওয়ে ওমেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে পুরো ইন্ডিয়ান রেলওয়ের সমস্ত ডিভিশনের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। সেখানে আদ্রা ডিভিশনের প্রতিযোগীরাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন। এটা আমাদের আদ্রা ডিভিশনের জন্য খুবই গর্বের বিষয়।”





