TRENDING:

Indian Railways: ভারতীয় রেলের আদ্রা ডিভিশনের ৩ কন্যার দাপুটে পারফরম্যান্স! জাতীয়স্তরের পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে পদকের পর পদক, হা করে দেখল অন্যান্যরা

Last Updated:

West Medinipur Indian Railways: আদ্রা ডিভিশনের তিন মহিলা রেলকর্মীর এমন দাপুটে পারফরম্যান্স প্রমাণ করে যে মেয়েরাও সমান দক্ষতা, আত্মবিশ্বাস ও যোগ্যতা নিয়ে যে কোনও বড় মঞ্চে উজ্জ্বল সাফল্য অর্জন করতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হওয়া ১৫তম অল ইন্ডিয়া রেলওয়ে উইমেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন নজরকাড়া সাফল্য অর্জন করল। আদ্রা ডিভিশনের তিন মহিলা রেলকর্মী, পি. নিশান্তি, সাথুপতি দোয়ারকা এবং সুমন দেবী, নিজেদের অসাধারণ পারফরম্যান্সে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক জিতলেন। আদ্রা ডিভিশনের নামকে আরও উজ্বল করলেন তাঁরা। আদ্রা ডিভিশনের এই তিন প্রতিযোগী পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে পৃথক ওজন বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন। তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত গৌরবই নয়, সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রীড়া সংস্কৃতি ও প্রশিক্ষণ ব্যবস্থার মানকেও আরও উচ্চতায় পৌঁছল।
advertisement

তিন রেলকর্মী খেলোয়াড়ের এই সাফল্যের জন্য আদ্রা ডিভিশনের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দন জানালেন আদ্রা ডিভিশনের রেলের স্পোর্টস অফিসার ও সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার শচীন্দ্র বর্মা। উপস্থিত ছিলেন ডিভিশনাল অপারেশন ম্যানেজার রিশু প্রিয়া। খেলোয়াড়দের পাশাপাশি তাদের কোচ এস. লকেশ্বরীকেও বিশেষ সম্মান জানান হয়। রেলের স্পোর্টস অফিসারদের পাশাপাশি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রিকেট সেক্রেটারি অশোক যাদব ও জেনারেল সেক্রেটারি জাভেদ খান।

advertisement

আরও পড়ুন: জঙ্গল লাগোয়া জমিতে ভাল আলু চাষ, তবুও মন খারাপ চাষিদের! আসল কারণ কিন্তু গজরাজ

View More

জানা যায়, পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে ৮৪ কেজি বিভাগে পি. নিশান্তি স্বর্ণপদক জিতেছেন। তামিলনাড়ুর বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি বর্তমানে আদ্রায় কর্মরত। ৬৭ কেজি বিভাগে সাথুপতি দোয়ারকা রৌপ্যপদক অর্জন করেছেন। তিনি তেলেঙ্গানার বাসিন্দা, কর্মসূত্রে আদ্রা ডিভিশনে কর্মরত। অন্যদিকে ৫২ কেজি বিভাগে সুমন দেবী তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জপদক অর্জন করেছেন। তিনি হরিয়ানার বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনিও আদ্রায় থাকেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চাপ দিলেই খাড়া হয়ে যাচ্ছে কান, এই শীতে 'পমপম টুপি' জলপাইগুড়িতে নয়া ট্রেন্ড
আরও দেখুন

আদ্রা ডিভিশনের তিন রেলকর্মী খেলোয়াড়ের নজরকাড়া সফল্যে আদ্রা ডিভিশনের রেলের স্পোর্টস অফিসার ও সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার শচীন্দ্র বর্মা বলেন, “১৫তম অল ইন্ডিয়া রেলওয়ে ওমেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে পুরো ইন্ডিয়ান রেলওয়ের সমস্ত ডিভিশনের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। সেখানে আদ্রা ডিভিশনের প্রতিযোগীরাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন। এটা আমাদের আদ্রা ডিভিশনের জন্য খুবই গর্বের বিষয়।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: ভারতীয় রেলের আদ্রা ডিভিশনের ৩ কন্যার দাপুটে পারফরম্যান্স! জাতীয়স্তরের পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে পদকের পর পদক, হা করে দেখল অন্যান্যরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল