TRENDING:

'গনগনি' পেল জিও হেরিটেজের স্বীকৃতি, বাংলার 'গ্র্যান্ড ক্যানিয়ন' এর মুকুটে পালক! খুশির হাওয়া জেলা জুড়ে

Last Updated:

West Medinipur News: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনির ভূবৈচিত্রের গুরুত্ব এবং বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য ভারতীয় ভূ বৈজ্ঞানিক সর্বেক্ষণ বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) এই বিশেষ স্বীকৃতি প্রদান করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার জন্য নতুন সুখবর। জেলার অতি পরিচিত বাংলার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি এবার পেয়েছে জিও হেরিটেজ এর স্বীকৃতি। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনির ভূবৈচিত্রের গুরুত্ব এবং বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য ভারতীয় ভূ বৈজ্ঞানিক সর্বেক্ষণ বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) এই বিশেষ স্বীকৃতি প্রদান করেছে। যা আগামীতে শুধু পর্যটন মানচিত্রে নয়, ভূ বিজ্ঞানীদের গবেষণা এবং গবেষকদের কাছে এক অন্যতম রসদ বলে মনে করছে ওয়াকিবহালমহল।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

ভারত সরকারের খনি মন্ত্রণালয়ের অধীনস্ত এই বিভাগে পূর্বাঞ্চল ও পশ্চিমবঙ্গ শাখার প্রতিনিধিরা, গত জুন মাসে গনগনিতে এসে ব্লক প্রশাসনের অনুমতি নিয়ে জিও হেরিটেজ স্বীকৃতি ঘোষণা করে। মূলত ভূ গবেষণার অত্যন্ত প্রাণকেন্দ্র এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নটি।

আরও পড়ুন: ‘পার্টি আমাকে…’ শুভেন্দু গড়ে গিয়ে এ কী বললেন বিজেপির দিলীপ ঘোষ? তোলপাড় বাংলা!

advertisement

বিশেষজ্ঞরা মনে করছেন, আগামীতে ভূ গবেষণার এক নতুন পথ দেখাবে এই ল্যাটেরাইট মাটির তৈরি ভূমিক্ষয় গনগনি। প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার এক প্রান্ত দিয়ে বয়ে গেছে শিলাবতী নদী। বছরের পর বছর ধরে শিলাবতী নদীর ভূমিক্ষয়ের ফলে তৈরি হয়েছে নানান ভূমিরূপ। কোথাও দুর্গ আবার কোথাও গভীর। নদীর দু’পাশে দাঁড়িয়ে রয়েছে ভূমিক্ষয়ের শ্রেষ্ঠ ভূমিরূপ গনগনি যা পরিচিত বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে। এই ভূমিরূপ আসলে ল্যাটেরাইট মাটির তৈরি।

advertisement

View More

আরও পড়ুন: ‘তুমি রেলে চাকরি কর নাকি ঘুষ খাও…?’ TTE কে প্রশ্ন করলেন মহিলা! পরমুহূর্তে যা ঘটল, পায়ের তলা থেকে মাটি সরে গেল টিকিট পরীক্ষকের!

ভারতীয় ভূবৈজ্ঞানিক সর্বক্ষণ সূত্রে খবর, রাজ্যের দুটি জায়গাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম গনগনি। যেখানে ইতিমধ্যে দুটি বোর্ড বসান হয়েছে। যেখানে লেখা রয়েছে মধ্যমস্তরীয় ভুআকৃতি বিজ্ঞান হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে যা বহুস্তরের ল্যাটেরাইটের উপর বিকশিত।

advertisement

আরও পড়ুন: ১০ হাজার, ২০ হাজার, ৬০ হাজার…! ‘স্যালারি’ যাই হোক, এই ‘তিন’ নিয়ম মানলে কখনও ‘পকেট’ খালি হবে না!

গড়বেতা বিধানসভার বিধায়ক উত্তরা সিংহ হাজরা বলেন, “খুব আনন্দের খবর। জিও হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় আগামীতে পর্যটন কেন্দ্রের পাশাপাশি গবেষণার এক নতুন দিগন্ত খুলে যাবে। শুধু তাই নয় আগামীতে পাঁচ কোটি টাকা ব্যয় এখানে আরও নতুনভাবে সাজানো হবে পর্যটনকেন্দ্রকে।”

advertisement

সম্প্রতি একটি ভিডিও পর্যটক, ছাত্রছাত্রী এবং গবেষকদের কাছে গনগনির গুরুত্ব বোঝাতে তৈরি করা হবে। এবং জাতীয় স্তরে সম্প্রচারের জন্য কেন্দ্রীয় মন্ত্রণালয়ের কাছে পাঠান হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'গনগনি' পেল জিও হেরিটেজের স্বীকৃতি, বাংলার 'গ্র্যান্ড ক্যানিয়ন' এর মুকুটে পালক! খুশির হাওয়া জেলা জুড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল