'তুমি রেলে চাকরি কর নাকি ঘুষ খাও...?' TTE কে প্রশ্ন করলেন মহিলা! পরমুহূর্তে যা ঘটল, পায়ের তলা থেকে মাটি সরে গেল টিকিট পরীক্ষকের!

Last Updated:
Indian Railways: রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। তাঁর দিকে এগিয়ে আসে স্টেশনে দায়িত্বে থাকা টিটিই সাহেব। সরাসরি তাঁর কাছে চেয়ে বসেন জরিমানা। কিন্তু এখানেই গল্পে ট্যুইস্ট।
1/18
ভারতীয় রেল প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে কাজ করে চলেছে। ট্রেনে চড়ে রোজ স্কুল, কলেজ, অফিস পৌঁছচ্ছেন যাত্রীরা। সময়ে ও কম খরচে গন্তব্যে পৌঁছতে এই গণমাধ্যমের জনপ্রিয়তা তুঙ্গে। AI Generated Representative Image
ভারতীয় রেল প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে কাজ করে চলেছে। ট্রেনে চড়ে রোজ স্কুল, কলেজ, অফিস পৌঁছচ্ছেন যাত্রীরা। সময়ে ও কম খরচে গন্তব্যে পৌঁছতে এই গণমাধ্যমের জনপ্রিয়তা তুঙ্গে। AI Generated Representative Image
advertisement
2/18
ট্রেনে গন্তব্যে পৌঁছতে প্রত্যেক যাত্রীর কাছে বৈধ টিকিট থাকা মাস্ট। বিনা টিকিটের যাত্রীদের থেকে ধরা পড়লে নেওয়া হতে পারে জরিমানা। এমনকি জেল পর্যন্ত হতে পারে। তাই বারবারই রেল যাত্রীদের এই বিষয়ে সচেতন করে ভারতীয় রেল। AI Generated Representative Image
ট্রেনে গন্তব্যে পৌঁছতে প্রত্যেক যাত্রীর কাছে বৈধ টিকিট থাকা মাস্ট। বিনা টিকিটের যাত্রীদের থেকে ধরা পড়লে নেওয়া হতে পারে জরিমানা। এমনকি জেল পর্যন্ত হতে পারে। তাই বারবারই রেল যাত্রীদের এই বিষয়ে সচেতন করে ভারতীয় রেল। AI Generated Representative Image
advertisement
3/18
কিন্তু এবার একটি ভাইরাল ভিডিওতে যা দেখা গেল তা একেবারেই যেন উলটপুরাণ। ঠিক কী ঘটেছে যা মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়? Representative Image
কিন্তু এবার একটি ভাইরাল ভিডিওতে যা দেখা গেল তা একেবারেই যেন উলটপুরাণ। ঠিক কী ঘটেছে যা মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়? Representative Image
advertisement
4/18
রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। তাঁর দিকে এগিয়ে আসে স্টেশনে দায়িত্বে থাকা টিটিই সাহেব। সরাসরি তাঁর কাছে চেয়ে বসেন জরিমানা। কিন্তু এখানেই গল্পে ট্যুইস্ট। AI Generated Representative Image
রেলস্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। তাঁর দিকে এগিয়ে আসে স্টেশনে দায়িত্বে থাকা টিটিই সাহেব। সরাসরি তাঁর কাছে চেয়ে বসেন জরিমানা। কিন্তু এখানেই গল্পে ট্যুইস্ট। AI Generated Representative Image
advertisement
5/18
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে যা দেখা গেল তা দেখে-শুনে রীতিমতো হতবাক নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলাটি দাবি করছেন যে তাঁর কাছে ট্রেনের টিকিট আছে, অথচ টিকিট পরীক্ষক তা সত্ত্বেও তাঁর কাছ থেকে ফাইন দাবি করে চলেছেন। Representative Image
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে যা দেখা গেল তা দেখে-শুনে রীতিমতো হতবাক নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলাটি দাবি করছেন যে তাঁর কাছে ট্রেনের টিকিট আছে, অথচ টিকিট পরীক্ষক তা সত্ত্বেও তাঁর কাছ থেকে ফাইন দাবি করে চলেছেন। Representative Image
advertisement
6/18
ট্রেন ধরার সময় ভুল প্ল্যাটফর্মে পৌঁছে গেলে তা যে কোনও যাত্রীর জন্যই বেশ হয়রানির। এমন পরিস্থিতিতে, যদি আপনি ট্রেন না পান এবং টিটিই (টিকিট পরীক্ষক) পাল্টা আপনাকে জরিমানা করতে আসেন, তাহলে টেনশন হওয়া স্বাভাবিক। Representative Image
ট্রেন ধরার সময় ভুল প্ল্যাটফর্মে পৌঁছে গেলে তা যে কোনও যাত্রীর জন্যই বেশ হয়রানির। এমন পরিস্থিতিতে, যদি আপনি ট্রেন না পান এবং টিটিই (টিকিট পরীক্ষক) পাল্টা আপনাকে জরিমানা করতে আসেন, তাহলে টেনশন হওয়া স্বাভাবিক। Representative Image
advertisement
7/18
একজন মহিলা এবং টিটিই-র মধ্যে তর্কের এই ভাইরাল ভিডিওতে এই মহিলাকে দাবি করতে দেখা যাচ্ছে যে টিকিট থাকা সত্ত্বেও টিটিই তাঁর কাছ থেকে জরিমানা চাইছেন।
একজন মহিলা এবং টিটিই-র মধ্যে তর্কের এই ভাইরাল ভিডিওতে এই মহিলাকে দাবি করতে দেখা যাচ্ছে যে টিকিট থাকা সত্ত্বেও টিটিই তাঁর কাছ থেকে জরিমানা চাইছেন।
advertisement
8/18
জরিমানা চাওয়ার কারণ হিসেবে এই টিকিট পরীক্ষক মশাই ভিডিওতে 'ভুল প্ল্যাটফর্মে আসার' নিয়ম হিসেবে যে কারণ দেখাচ্ছেন তা অবশ্য সোশ্যাল মিডিয়ার লোকদেরও তেমন হজম হয়নি।
জরিমানা চাওয়ার কারণ হিসেবে এই টিকিট পরীক্ষক মশাই ভিডিওতে 'ভুল প্ল্যাটফর্মে আসার' নিয়ম হিসেবে যে কারণ দেখাচ্ছেন তা অবশ্য সোশ্যাল মিডিয়ার লোকদেরও তেমন হজম হয়নি।
advertisement
9/18
কারণ ভিডিওতে, মহিলাকে ক্রমাগত দাবি করতে দেখা যাচ্ছে যে তাঁর কাছে ট্রেনের জন্য টিকিট আছে। মহিলাটি আরও বলেন যে তিনি তাঁর এক সন্তানকে নিয়ে স্টেশনে এসে পরেছেন এবং তার কাছে ২৫০ টাকা জরিমানা দেওয়ার মতো টাকাও নেই।
কারণ ভিডিওতে, মহিলাকে ক্রমাগত দাবি করতে দেখা যাচ্ছে যে তাঁর কাছে ট্রেনের জন্য টিকিট আছে। মহিলাটি আরও বলেন যে তিনি তাঁর এক সন্তানকে নিয়ে স্টেশনে এসে পরেছেন এবং তার কাছে ২৫০ টাকা জরিমানা দেওয়ার মতো টাকাও নেই।
advertisement
10/18
'আগে বল, তুমি রেলে চাকরি কর নাকি ঘুষ খাও', এই প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করেন মহিলা, যার উত্তরে প্ল্যাটফর্মে উপস্থিত টিটিই প্রথমে ফোনে ব্যস্ত থাকার ভাব দেখান এবং কোনও উত্তরই দেন না। পরমুহূর্তে মহিলা বলেন যে 'ভুল করে যদি কেউ কোনও স্টেশনে এসে পড়েন, তাহলে তাঁকে ফাইন দিতে হবে এমন আবার কোন বইতে লেখা আছে?'
'আগে বল, তুমি রেলে চাকরি কর নাকি ঘুষ খাও', এই প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করেন মহিলা, যার উত্তরে প্ল্যাটফর্মে উপস্থিত টিটিই প্রথমে ফোনে ব্যস্ত থাকার ভাব দেখান এবং কোনও উত্তরই দেন না। পরমুহূর্তে মহিলা বলেন যে 'ভুল করে যদি কেউ কোনও স্টেশনে এসে পড়েন, তাহলে তাঁকে ফাইন দিতে হবে এমন আবার কোন বইতে লেখা আছে?'
advertisement
11/18
যাত্রী আরও বলেন যে, 'আমরা খড়গপুর গিয়েছিলাম, সেখানে একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি আমাদের বলেছিলেন যে এই ট্রেনটি যাবে, তাই আমরা ট্রেনে চড়ে বসেছি।'
যাত্রী আরও বলেন যে, 'আমরা খড়গপুর গিয়েছিলাম, সেখানে একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি আমাদের বলেছিলেন যে এই ট্রেনটি যাবে, তাই আমরা ট্রেনে চড়ে বসেছি।'
advertisement
12/18
মহিলা ভিডিওতে আরও বলেন যে তাঁর কাছে টিকিট আছে, তবুও টিটিই তাঁকে ২৫০ টাকা জরিমানা দিতে বলছেন। তাতে ওই টিকিট পরীক্ষক বলেন, 'তোমার টাকা নেই, কিন্তু ভিডিও বানানোর শখ আছে।'
মহিলা ভিডিওতে আরও বলেন যে তাঁর কাছে টিকিট আছে, তবুও টিটিই তাঁকে ২৫০ টাকা জরিমানা দিতে বলছেন। তাতে ওই টিকিট পরীক্ষক বলেন, 'তোমার টাকা নেই, কিন্তু ভিডিও বানানোর শখ আছে।'
advertisement
13/18
উত্তরে মহিলাটি তাঁকে পাল্টা জিজ্ঞাসা করে,
উত্তরে মহিলাটি তাঁকে পাল্টা জিজ্ঞাসা করে, "সরকার কি তোমাকে ঘুষ নিতে বলেছে? তাতে ওই টিটিই বলেন, 'হ্যাঁ, বলেছে।' একইসঙ্গে তিনি বলেন, 'দিদি, ঘুষ নেওয়ার কথা বোলো না, আজ তোমার কপালে বড় দুঃখ আছে। তুমি কী করছ, তুমি জানো না।'
advertisement
14/18
মহিলাটির কথায় বোঝা যায় টিটিই তাঁর টিকিটটি নিয়ে নিয়েছিলেন। তাই বারবারই মহিলাটি বলে, 'আমার টিকিটটা আমাকে ফেরত দাও,'। কিন্তু টিটিই মহিলাকে বলেন, 'তোমার কাছে ভুল টিকিট আছে, আগে ফাইন দাও, তারপর তুমি টিকিট পাবে।'
মহিলাটির কথায় বোঝা যায় টিটিই তাঁর টিকিটটি নিয়ে নিয়েছিলেন। তাই বারবারই মহিলাটি বলে, 'আমার টিকিটটা আমাকে ফেরত দাও,'। কিন্তু টিটিই মহিলাকে বলেন, 'তোমার কাছে ভুল টিকিট আছে, আগে ফাইন দাও, তারপর তুমি টিকিট পাবে।'
advertisement
15/18
১ মিনিট ১২ সেকেন্ড ধরে চলা এই বাকবিতণ্ডার শেষে কী হয়েছে তা অবশ্য ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায়নি। তবে ব্যবহারকারীরা এই নিয়ে তীব্র মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে।
১ মিনিট ১২ সেকেন্ড ধরে চলা এই বাকবিতণ্ডার শেষে কী হয়েছে তা অবশ্য ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায়নি। তবে ব্যবহারকারীরা এই নিয়ে তীব্র মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে।
advertisement
advertisement
advertisement