TRENDING:

Ghatal Master Plan: শিলাবতীর বুকে বড়সড় বদল, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে ঝড়ের গতিতে! জলযন্ত্রণার অবসানে বড় উদ্যোগ

Last Updated:

Ghatal Master Plan: বর্তমানে শিলাবতী নদীর বুকে জমে থাকা পলি, বালি ও মাটির স্তর কেটে সরানোর কাজ চলছে জোরকদমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এখন কার্যত যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলেছে। শিলাবতী নদীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে বন্যা ও জলযন্ত্রণা ঘাটাল, দাসপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল, সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই মাস্টারপ্ল্যান। বর্তমানে শিলাবতী নদীর বুকে জমে থাকা পলি, বালি ও মাটির স্তর কেটে সরানোর কাজ চলছে জোর কদমে। নদীর স্বাভাবিক গভীরতা ফিরিয়ে আনাই এই পর্যায়ের প্রধান উদ্দেশ্য।
advertisement

প্রশাসনের তরফে জানান হয়েছে, বর্ষার আগেই যাতে নদীর জলধারণ ক্ষমতা বাড়ানো যায়, সেই লক্ষ্য নিয়েই প্রতিদিন একটানা কাজ চলছে। বহুদিন পরে নদী সংস্কারের এই দৃশ্য দেখে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। এই মাস্টারপ্ল্যানের কাজ সরজমিনে খতিয়ে দেখতে শিলাবতী নদী এলাকা পরিদর্শনে আসেন কংসাবতী প্রজেক্টের পশ্চিম মেদিনীপুর জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। তাঁদের উপস্থিতিতে কাজের অগ্রগতি, খননের গভীরতা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়।

advertisement

আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নয়া বিজনেস আইডিয়া, কফির কাপে তুফানি আড্ডা! পুরুলিয়া গেলে মিস করবেন না

শিলাবতী নদীর ওপর পরপর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ক্রসবাঁধ তৈরি করা হয়েছে। দাসপুর ব্লকের শিমুলতলা, রামদেবপুর এবং সুজানগর এলাকায় এই ক্রসবাঁধগুলি দেওয়া হয়েছে। মূলত নদীতে হঠাৎ করে জল প্রবেশ আটকান এবং খননের কাজ নির্বিঘ্নে চালানোর জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় ভারী যন্ত্রের সাহায্যে নদীগর্ভ থেকে পলি ও বালি তুলে ফেলা হচ্ছে। প্রশাসনের আধিকারিকদের মতে, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী বর্ষার আগেই মাস্টারপ্ল্যানের একটি বড় অংশ সম্পন্ন করা সম্ভব হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবতীর বুকে বড়সড় বদল, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে ঝড়ের গতিতে
আরও দেখুন

এর ফলে বর্ষার সময় নদীতে জল নামার গতি বাড়বে এবং জল উপচে পড়ার আশঙ্কা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বন্যার আতঙ্কে থাকা ঘাটাল ও দাসপুর এলাকার মানুষজন এই কাজের দিকে তাকিয়ে রয়েছেন। তাঁদের বিশ্বাস, মাস্টারপ্ল্যান পুরোপুরি বাস্তবায়িত হলে প্রতি বছর বর্ষা এলেই যে দুর্ভোগ নেমে আসে, তার অবসান ঘটবে। প্রশাসনের তরফে জানান হয়েছে, কাজের মান ও সময়সীমা, দুটোকেই সমান গুরুত্ব দিয়ে মাস্টারপ্ল্যান এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Master Plan: শিলাবতীর বুকে বড়সড় বদল, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে ঝড়ের গতিতে! জলযন্ত্রণার অবসানে বড় উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল