স্থানীয়রা দেখতে পান, কার্লভাটের নিচে জলে একটি মৃতদেহ ভাসছে। ঘটনা জানাজানি হতেই সেখানে ভিড় জমান এলাকার মানুষজন। দেরি না করে খবর দেওয়া হয় ঘাটাল থানায়। ঘাটাল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যে উদ্ধার হওয়া দেহটির নাম পরিচয় জানা গিয়েছে ববেও খবর।
আরও পড়ুন: হাতি দেখতে গিয়ে বিপত্তি, কুয়াশার মধ্যে তেড়ে এল গজরাজ! হঠাৎ হানায় জখম যুবক, এলাকায় আতঙ্ক
advertisement
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম নারায়ন হাজরা। পেশায় একজন কৃষক। তিনি ঘাটাল এলাকার রামচকের বাসিন্দা। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, কীভাবে দেহটি ভেসে এল, সেবিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য পাওয়া যানি। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটির ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি কী কারণে ওই মৃত্যু হল, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এছাড়াও দেহ উদ্ধারের ঘটনায় কিছুটা আতঙ্কেও রয়েছেন স্থানীয়রা। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে এই খবর পাওয়ার থেকেই মৃতের আত্মীয়-স্বজনরা কিছুটা ভেঙে পড়েছেন। তাঁরা ঘটনর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
