TRENDING:

West Medinipur News: আদরের হেমচন্দ্র, মামাবাড়িতে থেকে ইংরেজ হঠাতে সংগঠিত করেছেন যুবকদের, জানেন হেমচন্দ্রের মামাবাড়ি কোথায়?

Last Updated:

West Medinipur News: মামাবাড়ির অত্যন্ত আদরের। মামাবাড়িতে থেকে সংগঠিত করেছেন যুব প্রজন্মকে,নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। জানেন হেমচন্দ্র কানুনগোর মামাবাড়ি কোথায়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বাংলার তরুণ তরতাজা বিপ্লবী ক্ষুদিরাম। সেই ক্ষুদিরাম অত্যাচারী শাসক কিংসফোর্ডকে মারতে ব্যবহার করেছিলেন তার তৈরি বোমা। যিনি প্যারিসে গিয়ে শিখে এসেছিলেন বোমা তৈরীর কৌশল। পরাধীন ভারতের যিনি বোমা তৈরির কৌশল শিখিয়েছিলেন তিনি অবিভক্ত মেদিনীপুরের বর্তমানে নারায়ণগড় ব্লকের বাসিন্দা হেমচন্দ্র কানুনগো। দেশমাতৃকা স্বাধীন করতে যার ভূমিকা ছিল অনন্য। সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে অন্যতম বীর বিপ্লবী হেমচন্দ্র জন্মেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের অত্যন্ত এক গ্রামে। তবে জানেন তিনি শৈশবের অধিকাংশ সময় কাটিয়েছেন তার মামাবাড়িতে। জমিদার মামার বাড়িতে থেকে পরিচালনা করতেন বিভিন্ন গুপ্ত সংগ্রাম, নেতৃত্ব দিতেন বিপ্লবী কার্যকলাপে। গ্রামীন এলাকায় সকলের অগোচরে গড়ে তুলেছিলেন ইংরেজ হঠানোর জন্য বৈপ্লবিক শক্তি।
advertisement

বিপ্লবী হেমচন্দ্র কানুনগো, যিনি জন্মেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের রাধানগর গ্রামে। বাড়ি থেকে সামান্য কিছুটা দূরেই তাঁর মামাবাড়ি। সেখানেই তিনি কাটিয়েছেন তাঁর ছেলেবেলা। মামা বাড়িতে থেকেও সংগঠিত করেছিলেন যুবকদের। জানেন কোথায় তার মামার বাড়ি? কতটাই বা আদরের ছিলেন তিনি? মামা বাড়িতে জমিদারি রাজত্ব, সুবিশাল বাড়ি, মন্দির, শান বাঁধানো পুকুর। মামা বাড়ির অত্যন্ত প্রিয় ছিলেন হেমচন্দ্র।

advertisement

আরও পড়ুন-‘জীবন অনিশ্চিত…!’, অন্ধকারে তলিয়ে গেলেন অমিতাভ? আচমকা কী হল বিগ -বির? পোস্ট ভাইরাল হতেই ঘুম উড়ল ভক্তদের

পরাধীন ভারতবর্ষের ভারতের জাতীয় পতাকার প্রথম রূপকার বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। তার তৈরি বোমা ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকী অত্যাচারী কিংসফোর্ডকে মারতে ব্যবহার করেছিলেন। মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের খণ্ডরুই এলাকায় রয়েছে হেমচন্দ্র কানুনগোর মামার বাড়ি। হেমচন্দ্র কানুনগোর মামার বাড়িতে ছিল জমিদাররাজ। এলাকায় ছিল জমিদার বাড়ি। সেখানে তিনি যেতেন বহুবার। এখনও তার মামার বাড়ি সামান্য কিছু ধ্বংসাবশেষ রয়েছে। রয়েছে পরিবারের উত্তর পুরুষেরা। পরিবার সূত্রে খবর এবং ইতিহাসবিদেরা মনে করেন, হেমচন্দ্র কানুনগো মামার বাড়িতে বসেও বিপ্লবী কার্যকলাপ চালিয়েছেন। এখানে এলাকার তরুণদের উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতা সংগ্রামের প্রতি। করেছিলেন সংগঠনও। তবে এখন ক্রমশ ধ্বংসের মুখে মামা বাড়ির সেই জমিদার রাজের ইতিহাস। তবে এখনও তাঁর পরিবারের উত্তরসুরিরা স্মরণ করে হেমচন্দ্রের জীবনের নানা কাহিনি। ইতিহাস সংরক্ষণ করতে গ্রামীণ এলাকার কিছু যুবক সচেষ্ট হয়েছেন।

advertisement

View More

আরও পড়ুন-‘১৯৮০-র ২২ জানুয়ারির গভীর রাত…!’ অমিতাভ বচ্চন-রেখার মধ্যে কী এমন ঘটেছিল? দেখেই হাউ হাউ কেঁদে ফেলেছিলেন জয়া, ফাঁস হতেই কেলেঙ্কারি

পরে আলিপুর বোমা মামলায় তিনি দোষী সাব্যস্ত হন, বিচারে তার দ্বীপান্তর হয়। ফিরে এসে শেষ বয়স কাটিয়েছিলেন নিজের বাসভূমিতে। আসতেন মামার বাড়ি। হেমচন্দ্রের কৃতিত্বে এবং বৈপ্লবিক চিন্তা ধারায় গর্বিত মামার বাড়ির উত্তর পুরুষেরা। তবে মামা বাড়িতে হেমচন্দ্রের সেই স্মৃতি আগলে রেখেছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: আদরের হেমচন্দ্র, মামাবাড়িতে থেকে ইংরেজ হঠাতে সংগঠিত করেছেন যুবকদের, জানেন হেমচন্দ্রের মামাবাড়ি কোথায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল