প্রত্যন্ত গ্রামের এই স্কুল পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করার জন্য মঞ্জুর হলেও শ্রেণিকক্ষের অভাবে তা করা হয়ে ওঠেনি। এবার অবসরের সময় নিজের জমানো টাকা দিয়ে পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষ বানিয়ে দিলেন এই শিক্ষক। তাঁর এই ভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
প্রায় ১২ বছর ধরে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের সোহাগপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব সামলেছেন যোগেশচন্দ্র জানা। কর্মজীবনে বিদ্যালয়ের নানা সুখ-দুঃখের ঘটনার সাক্ষী থেকেছেন। গ্রামের মধ্যে অ্যাসবেস্টাস দেওয়া কয়েক কামরার ঘর, এতেই পড়াশোনা করে গ্রামের ছেলেমেয়েরা। তবে স্কুলের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ নয়, বরং নিজের তত্ত্বাবধানে গড়ে তুলেছেন শ্রেণিকক্ষ, তৈরি করেছেন কংক্রিটের তোরণও।
প্রসঙ্গত যোগেশচন্দ্র জানা একদিকে যেমন প্রধান শিক্ষক তেমনই অপরদিকে তিনি লেখকও। সাহিত্য সংস্কৃতির সঙ্গে ডুবে থাকেন সারাটা দিন। তবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা ভেবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে এই শ্রেণিকক্ষ তৈরি করার সিদ্ধান্ত। শুধু তাই নয়, ভেঙে পড়া তোরণ নতুন করে গড়ে দিয়েছেন তিনি। দীর্ঘ এত বছরের কষ্টার্জিত পুঁজির অর্থ দিয়ে এই শ্রেণিকক্ষ ও তোরণ বানিয়ে দিয়েছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বুধবার ছিল যোগেশচন্দ্রবাবুর কর্মজীবনের শেষ দিন। এদিন বিদ্যালয়ে এসে তিনি ক্লাসরুম এবং তোরণের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ আধিকারিক শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। স্বাভাবিকভাবে শিক্ষকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।





