পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বেনাডিহা এলাকার বাসিন্দা ভাস্কর সুধীর মাইতি। দীর্ঘসময় ধরে তিনি বিভিন্ন ভাস্কর্য তৈরি করে নজর কেড়েছেন। বেশ কয়েক বছর ধরে প্রতি বছর দেবী দুর্গার প্রতিমা তৈরি করেন। তবে তাঁর বানানো প্রতিমা কোনওদিন ভাসান হয় না। পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে তিনি এমন প্রতিমা বানান, যা বছরের পর বছর ধরে বিভিন্ন মণ্ডপের শোভা বাড়ায়।
advertisement
সুধীরবাবুর মতে, শিল্পীর শিল্পসত্তা শুধুমাত্র কয়েকদিনের জন্য নয়। তাঁর বেশ কয়েক মাসের পরিশ্রম ও সৃজনশীলতা আগামীর কাছে একটি আকর। সেই হিসেবেই প্রতিমা তৈরি করেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি হাওড়ার একটি ক্লাবের জন্য সুধীরবাবু কাঠ, ব্রোঞ্জ ও পাথর দিয়ে দেবী দুর্গার সপরিবারের মূর্তি তৈরি করেছেন। এবারের থিম ‘আমি সবার মা’। সমাজে হিংসা, হানাহানি, স্বজনপোষণ, সবকিছুর ঊর্ধ্বে দেবী দুর্গার অবস্থান। সেই হিসেবেই দেবী দুর্গার এই প্রতিমা সাজিয়ে চুল তুলেছেন শিল্পী। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের মাথা ব্রোঞ্জ দিয়ে তৈরি। প্রতিমাগুলির সারা শরীর কাঠের উপর কারুকার্যে ফুটিয়ে তুলেছেন শিল্পী। অন্যদিকে গণেশের মাথা সম্পূর্ণ পাথরের। শিল্পীর এই ভাবনা এবং সৃজনশীল কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলে। কয়েক মাসের কঠোর চেষ্টায় তিনি ফুটিয়ে তুলেছেন এই কাজ।