TRENDING:

Unique Durga Idol: প্রতিমার ভাসান হবে না! একেবারে 'অন্যরকম' মূর্তি বানান নারায়ণগড়ের ভাস্কর, নেপথ্য কারণটাও বেশ অনন্য

Last Updated:

Unique Durga Idol: ভাস্কর সুধীর মাইতির বানানো প্রতিমা কোনওদিন ভাসান হয় না। পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে তিনি এমন প্রতিমা বানান, যা বছরের পর বছর ধরে বিভিন্ন মণ্ডপের শোভা বাড়ায়। তিনি কেন এমন প্রতিমা বানান জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ দুর্গাপুজো ঘিরে বাঙালির আবেগ ও উন্মাদনা চিরন্তন। এই পুজোকে কেন্দ্র করে একাধিক আয়োজন হয়। কোথাও সাবেকিয়ানা, আবার কোথাও থিমেই সাজিয়ে তোলা হয় মণ্ডপ থেকে প্রতিমা। তবে শিল্পী সুধীর মাইতি প্রথাগত ঘরানা থেকে একদমই আলাদা। বিগত বেশ কয়েক বছর তিনি ‘না ভাসানের’ প্রতিমা বানিয়ে তাক লাগিয়েছেন। এবারও তিনি পাথর, কাঠ, ব্রোঞ্জ দিয়ে দেবী দুর্গার সপরিবারে মূর্তি তৈরি করেছেন। বেশ কয়েক মাসের চেষ্টায় উমার এক নতুন রূপ ফুটিয়ে তুলেছেন। হাওড়ার একটি পুজো মণ্ডপে সেই প্রতিমা শোভা পাবে।
advertisement

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বেনাডিহা এলাকার বাসিন্দা ভাস্কর সুধীর মাইতি। দীর্ঘসময় ধরে তিনি বিভিন্ন ভাস্কর্য তৈরি করে নজর কেড়েছেন। বেশ কয়েক বছর ধরে প্রতি বছর দেবী দুর্গার প্রতিমা তৈরি করেন। তবে তাঁর বানানো প্রতিমা কোনওদিন ভাসান হয় না। পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে তিনি এমন প্রতিমা বানান, যা বছরের পর বছর ধরে বিভিন্ন মণ্ডপের শোভা বাড়ায়।

advertisement

আরও পড়ুনঃ জিম থেকে অডিও-ভিজুয়াল ক্লাসঘর, সুন্দরবনের ‘এই’ স্কুলে কী নেই! কলকাতার স্কুলকেও টেক্কা দিচ্ছে প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়

সুধীরবাবুর মতে, শিল্পীর শিল্পসত্তা শুধুমাত্র কয়েকদিনের জন্য নয়। তাঁর বেশ কয়েক মাসের পরিশ্রম ও সৃজনশীলতা আগামীর কাছে একটি আকর। সেই হিসেবেই প্রতিমা তৈরি করেন তিনি।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

সম্প্রতি হাওড়ার একটি ক্লাবের জন্য সুধীরবাবু কাঠ, ব্রোঞ্জ ও পাথর দিয়ে দেবী দুর্গার সপরিবারের মূর্তি তৈরি করেছেন। এবারের থিম ‘আমি সবার মা’। সমাজে হিংসা, হানাহানি, স্বজনপোষণ, সবকিছুর ঊর্ধ্বে দেবী দুর্গার অবস্থান। সেই হিসেবেই দেবী দুর্গার এই প্রতিমা সাজিয়ে চুল তুলেছেন শিল্পী। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিকের মাথা ব্রোঞ্জ দিয়ে তৈরি। প্রতিমাগুলির সারা শরীর কাঠের উপর কারুকার্যে ফুটিয়ে তুলেছেন শিল্পী। অন্যদিকে গণেশের মাথা সম্পূর্ণ পাথরের। শিল্পীর এই ভাবনা এবং সৃজনশীল কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলে। কয়েক মাসের কঠোর চেষ্টায় তিনি ফুটিয়ে তুলেছেন এই কাজ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unique Durga Idol: প্রতিমার ভাসান হবে না! একেবারে 'অন্যরকম' মূর্তি বানান নারায়ণগড়ের ভাস্কর, নেপথ্য কারণটাও বেশ অনন্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল