জিম থেকে অডিও-ভিজুয়াল ক্লাসঘর, সুন্দরবনের 'এই' স্কুলে কী নেই! কলকাতার স্কুলকেও টেক্কা দিচ্ছে প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়

Last Updated:

Gym in Sundarban School: সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে থাকা এই স্কুলের দিকে তাকালে প্রথমেই চোখে পড়বে ছবির মতো সাজানো পরিবেশ। শুধু পড়াশোনা নয়, নানা উদ্যোগে একেবারে আধুনিক রূপ পেয়েছে হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউট।

+
হিঙ্গলগঞ্জের

হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউটে জিম

হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যাঃ আধুনিক রূপে সেজে উঠছে সুন্দরবনের স্কুল। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে থাকা কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউটের দিকে তাকালে প্রথমেই চোখে পড়বে ছবির মতো সাজানো পরিবেশ। শুধু পড়াশোনা নয়, নানা উদ্যোগে একেবারে আধুনিক রূপ পেয়েছে হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউট। স্কুল চত্বরেই রয়েছে অডিও-ভিজুয়াল ক্লাসঘর, সবুজ প্রকৃতিকে বাঁচিয়ে রাখা পাখিদের নিরাপদ আবাসস্থল, পাশাপাশি সবজি ও মাছ চাষের প্রকল্প। এর মধ্যেই এবার নতুন সংযোজন ফিটনেস জিম।
এই অভিনব উদ্যোগে রীতিমতো উৎসাহিত স্কুলের ছাত্রছাত্রীরা। গ্রামের মধ্যে থেকেও তাঁরা এখন শহরের মতো আধুনিক সুযোগ-সুবিধার স্বাদ পাচ্ছে। পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, শিশুদের মানসিক বিকাশ যেমন জরুরি, তেমনই শারীরিক সক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সেই দিক মাথায় রেখেই স্কুলে ফিটনেস সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ রাজা ছাড়া কেউ ঢুকতে পারতেন না! তমলুক রাজবাড়ির দুর্গাপুজো এখন সর্বজনীন, পরতে পরতে জড়িয়ে ইতিহাস
উল্লেখযোগ্য বিষয় হল, নিউটাউনের এক বাসিন্দা তাঁর প্রয়াত ছেলের স্মৃতিতে এই জিম স্থাপনের ব্যবস্থা করে দেন। সমাজকল্যাণের এই উদ্যোগে একদিকে যেমন স্মৃতি অম্লান রাখা গেল, তেমনি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও পেল ভবিষ্যতের জন্য মূল্যবান এক সম্পদ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের মানুষদের মতে, এই উদ্যোগ শুধু ছাত্রছাত্রীদের নয়, গোটা এলাকার শিক্ষার পরিবেশ ও মানসিকতারও উন্নতি ঘটাবে। সুন্দরবনের মতো অঞ্চলে যেখানে এখনও বহু জায়গায় প্রাথমিক পরিকাঠামোই সঠিকভাবে নেই, সেখানে এমন এক পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এক কথায়, শিক্ষা, পরিবেশ সচেতনতা ও স্বাস্থ্যকে একসঙ্গে যুক্ত করে কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউট আজ সুন্দরবনের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জিম থেকে অডিও-ভিজুয়াল ক্লাসঘর, সুন্দরবনের 'এই' স্কুলে কী নেই! কলকাতার স্কুলকেও টেক্কা দিচ্ছে প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement