TRENDING:

ডালপালা ছাঁটার নামে কী কাটা হচ্ছিল জানেন? ব্যাপক শোরগোল এলাকায়! জানুন পুরো ঘটনা

Last Updated:

মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রধান প্রবেশপথের সামনে কেটে ফেলা হচ্ছে ৫০ বছর পুরনো গাছ। স্থানীয়দের প্রতিবাদে অবশ্য কেটে রাখা গাছ ফেলে পালালো ঠিকাদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: একদিকে ঘটা করে সরকার যখন পালন করছে অরণ্য সপ্তাহ! বার্তা দেওয়া হচ্ছে গাছ লাগানোর। ঠিক সেই সময় মেদিনীপুর শহরের মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রধান প্রবেশপথের সামনে কেটে ফেলা হচ্ছে ৫০ বছর পুরনো গাছ। স্থানীয়দের প্রতিবাদে অবশ্য কেটে রাখা গাছ ফেলে পালালো ঠিকাদার।
কেটে ফেলা হচ্ছে গাছ
কেটে ফেলা হচ্ছে গাছ
advertisement

জানা গিয়েছে, বন দফতরের তরফে এই গাছের ডালপালা ছাঁটার জন্য একটি অনুমতি দেওয়া হয় অতি সম্প্রতি। কিন্তু দেখা যায় সকাল থেকে গাছের বড় বড় গুঁড়ি কেটে ফেলা হচ্ছে ঠিকাদারের তরফে। এরপরই প্রতিবাদ জানায় স্থানীয়রা, এগিয়ে আসে বিজ্ঞান মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। অবশেষে পরিস্থিতি বেগতিক দেখে গাছের ডাল, গুড়ি ফেলে রেখেই চম্পট দেয় ঠিকাদার ও তার কর্মীরা। এত বড় গাছ শহরের বুকে কাটা হচ্ছে কিন্তু কেন কোনও প্রশাসনিক নজরদারি নেই এনিয়ে উঠছে প্রশ্ন।

advertisement

আরও পড়ুন: শারীরিক চ্যালেঞ্জকে উপেক্ষা করেই আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মান! শিলিগুড়ির গর্ব দাশগুপ্ত ব্রাদার্স যেন সাক্ষাৎ অনুপ্রেরণা

পশ্চিম মেদিনীপুরের স্থানীয় বাসিন্দা মালা মুখী জানিয়েছেন, “ডালপালা কাটার নামে গাছ কাটার ধান্দায় ছিল ঠিকাদাররা। বহু প্রাচীন এই গাছ তারা কেটে দেওয়ার ফন্দি এঁটেছিল। এই গাছের ছায়ার নিচে বসে বহু মানুষ কিছুটা হলেও প্রশান্তি পান। কিন্তু এই গাছ কেটে ফেলা হলে তারা কোথায় যাবেন? আমরা চাই কোনওভাবেই যেন এই গাছ কেটে ফেলা না হয়।”

advertisement

আরও পড়ুন: অবসর নিলেও নেননি ‘ছুটি’! বিনাপারিশ্রমিকে টানা ২২ বছর ধরে স্কুলে পড়াচ্ছেন ৮৫ বছরের এই শিক্ষক

অন্যদিকে বিজ্ঞান মঞ্চের সদস্য সুদীপ খাঁড়া জানিয়েছেন, “সকাল বেলায় আমরা দেখতে পেয়েই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাই। প্রথমদিকে গাছ না কাটার অনুরোধ জানানো হয় এবং পরে যখন কাগজ দেখতে চাই, তখন ওঁরা যে কাগজ দেখায় তাতে দেখি গাছ কাটার কোনও উল্লেখ নেই। সঙ্গে সঙ্গে বন দফতর এবং পুলিশকে খবর দেওয়া হলে বন দফতর তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডালপালা ছাঁটার নামে কী কাটা হচ্ছিল জানেন? ব্যাপক শোরগোল এলাকায়! জানুন পুরো ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল