সম্প্রতি গোটা বিশ্বের নজর কেড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২৫ বিশ্বকাপ জিতে এক সুবর্ণ ইতিহাস রচনা করেছে হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানারা। এবার মাঠমুখী হচ্ছে এই বাংলার মেয়েরা। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের অনুশ্রী পাত্র, হিয়া সিংহ, ঐশীকা সিংহরা সমস্ত ভয়কে পিছনে ফেলে এগিয়ে এসেছে। ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে ময়দান কাঁপাচ্ছে তাঁরা। ভয়ডরহীনভাবে ডিউজ বলের সামনে প্যাড, হেলমেট পড়ে মাঠে নেমে পড়ছে।
advertisement
আজ থেকে সামান্য কয়েক বছর পিছনে গেলেই দেখা যাবে ক্রিকেটে মেয়েদের তেমন উৎসাহ-উদ্দীপনা ছিল না। তবে সম্প্রতি শুধু জঙ্গলমহল নয়, বাংলার বহু মেয়ে ক্রিকেট খেলছে। শিলিগুড়ি থেকে জাতীয় দলে স্থান করে নিয়েছে রিচা ঘোষ। এবার বাংলার অলিতে গলিতে তৈরি হচ্ছে আরও অনেক রিচা। পশ্চিম মেদিনীপুরের বেলদার প্রত্যন্ত এলাকায় যেমন অনুশীলন করছে বহু মেয়ে। তাঁদের সহযোগিতা করেছে পরিবারের সদস্যেরা। বাড়ির লোকের এই মানসিকতা এগিয়ে দিয়েছে তাঁদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারাদিনে বেশ কয়েক ঘণ্টা অনুশীলন করে অনুশ্রী-হিয়ারা। সম্প্রতি একাধিক টুর্নামেন্ট খেলেছে। ছেলে ও মেয়েদের আলাদাভাবে অনুশীলন করার জায়গা না থাকায় একই জায়গায় অনুশীলন করে তাঁরা। আস্তে আস্তে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে আসছে মেয়েরা। তাঁদের যেন আরও বেশি করে এগিয়ে দিয়েছে ভারতের বিশ্বকাপ জয়। ফুটবলের পাশাপাশি এবার ক্রিকেট ময়দান কাঁপাতেও তৈরি হচ্ছে জঙ্গলমহলের মেয়েরা।





