TRENDING:

West Medinipur News: দেখা নেই 'মাস্টার প্ল্যানের', ভারী বৃষ্টিতে ঝুমি নদীর জল বেড়ে একের পর এক গ্রাম ভাসাচ্ছে, ঘাটালবাসীর দুঃখ ঘুচবে কবে?

Last Updated:

বর্ষার শুরু থেকে টানা পাঁচ বার বানভাসি হল ঘাটাল। জল যেন পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। ঝুমি নদীর জল উপচে প্রবেশ করছে বিভিন্ন গ্রামে। জলে ডুবেছে কৃষিজমিও। যার ফলে এর প্রভাব পড়বে স্থানীয় বাজারেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, ঘাটাল: হু-হু করে বাড়ছে ঘাটালের ঝুমি নদীর জল। জল বেড়ে প্লাবিত হচ্ছে ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার একের পর এক গ্রাম। জল বাড়ার ফলে ডুবেছে মাঠ ভর্তি ফসল। ঝুমি নদীর বাঁধ উপচে জল ঢুকছে গ্রামে। জল বাড়ার ফলে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। সমস্যায় একাধিক গ্রামের মানুষজন।
advertisement

এবার জল বিপুল পরিমাণে বাড়তে শুরু করেছে ঝুমি নদীতেও। আর ঝুমি নদীর দুপাড়ের নীচু এলাকাগুলোও প্লাবিত হতে শুরু করেছে।

আরও পড়ুনঃ কালো মেঘ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হঠাৎই নেমে এল সাক্ষাৎ যমদূত! মর্মান্তিক ঘটনা পিংলায়

লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি আরও বেহাল। প্রায় একমাস হতে চলল জলমগ্ন ঘাটাল পৌর এলাকা, পাশাপাশি ঘাটার ব্লকের বিস্তীর্ণ এলাকাও। একদিকে জলাধারগুলো থেকে জল ছাড়া হচ্ছে অন্যদিকে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল। ডুবেছে রাস্তাঘাট। যাতায়াতের জন্যে এলাকার লোকজনদের ভরসা এখন ছোট ডিঙি ও নৌকো। মনসুকা গ্রাম পঞ্চায়েতের পালপুকুর থেকে মনসুকা যাবার গুরুত্বপূর্ণ রাস্তা হল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক। বন্যার জল উঠায় কারণে সেই রাস্তাও এখন ডুবেছে। ফলে যোগযোগও বিচ্ছিন্ন হয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ জলে ডুবে রাস্তাঘাট! নৌকা করে খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন, কোথায় এই উদ্যোগ?

যার জেরে সমস্যায় বহু গ্রামের মানুষজন। বর্ষার শুরু থেকে টানা পাঁচ বার বানভাসি হল ঘাটাল। জল যেন পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। ঝুমি নদীর জল উপচে প্রবেশ করছে বিভিন্ন গ্রামে। জলে ডুবেছে কৃষিজমিও। যার ফলে এর প্রভাব পড়বে স্থানীয় বাজারেও। সবজির দাম হবে আকাশ ছোঁয়া। কাজেই বণ‍্যার জল কমলেও দুর্ভোগ অত সহজে কাটবে না বলেই আশঙ্কা করছেন গ্রামবাসী। হাহাকার পরিস্থিতি চলছে গোটা এলাকাজুড়ে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সব মিলিয়ে জল যন্ত্রণায় নাভিশ্বাস উঠেছে ঘাটালবাসীর। একঘেঁয়েমি জীবনযাত্রা চালাতে চালাতে কোথাও গিয়ে যেন দমবন্ধ হয়ে যাচ্ছে গ্রামবাসীদের। প্রকৃতির রোষের মুখে পড়ে দুর্ভোগের শেষ নেই তাঁদের। এখন দেখার কবে প্রকৃতি শান্ত হয়ে মুখ তুলে তাকায় ঘাটালবাসীর দিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মিজানুর রহমান 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: দেখা নেই 'মাস্টার প্ল্যানের', ভারী বৃষ্টিতে ঝুমি নদীর জল বেড়ে একের পর এক গ্রাম ভাসাচ্ছে, ঘাটালবাসীর দুঃখ ঘুচবে কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল