কালো মেঘ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হঠাৎই নেমে এল সাক্ষাৎ যমদূত! মর্মান্তিক ঘটনা পিংলায়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
বৃষ্টির মধ্যেই সুবলবাবু জমিতে কাজ করছিলেন। হঠাৎই প্রবল শব্দে বাজ পড়ে।বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। সেখানেই সব শেষ।
পশ্চিম মেদিনীপুর: চাষের উপর নির্ভর সংসার। আয় উপার্জনের ভরসা তিনি একাই। এক ছেলে তাও বাইরে থাকে। চাষের জমিতে চাষের কাজের জন্য যাওয়াই তার কাল ডেকে আনল। শুক্রবার বিকেলেই চোখের সামনে সব শেষ। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হঠাৎ বিকেল গড়াতেই ঘন মেঘে ঢাকে গোটা আকাশ। শুরু হয় ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। আর সেই বজ্রাঘাতেই মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই নিয়ে জেলায় একাধিক জনের মৃত্যু হয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। চাষবাস করেই চলে সংসার। বর্ষার এই মরশুমে দিকে দিকে চলছে ধান চাষের কাজ। আর সেই কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধের। বাজ পড়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তার। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত চার নম্বর করকাই অঞ্চলের দেওড়্যা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
জমিতে জমে থাকা জল দেখতে গিয়ে আচমকাই বাজ পড়ে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের ৬৫ বছরের এক বৃদ্ধের। মৃতের নাম সুবল পাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যেই সুবলবাবু জমিতে কাজ করছিলেন। হঠাৎই প্রবল শব্দে বাজ পড়ে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিতান্তই চাষ করতে গিয়ে চাষের জমিতেই মৃত্যু হল কৃষকের। পিংলা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে প্রতিদিন প্রকৃতির রুদ্র রূপ এবং মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 8:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালো মেঘ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হঠাৎই নেমে এল সাক্ষাৎ যমদূত! মর্মান্তিক ঘটনা পিংলায়