TRENDING:

Inspirational Story: শারীরিক সীমাবদ্ধতায় দমে যাননি! অসহায় মানুষদের ভরসা হয়ে উঠেছেন সন্তু, যুব প্রজন্মের নতুন অনুপ্রেরণা শালবনির যুবক

Last Updated:

Inspirational Story: সন্তু নিজের কাজের স্বীকৃতি হিসেবে সম্প্রতি 'বেস্ট সোশ্যাল ওয়ার্কার' অ্যাওয়ার্ড পেয়েছেন। পা বাঁকা, হাঁটতে কষ্ট, তবুও প্রতিদিন তিনি পৌঁছে যান অসহায় মানুষের দরজায়। কষ্ট তাঁকে থামাতে পারে না। তাঁর বিশ্বাস, ইচ্ছা থাকলেই উপায় হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শালবনি, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভার মেমূল গ্রামে থাকেন সন্তু দাস। জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। বাঁকা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হয় আজও। কিন্তু মনের শক্তি? সেই শক্তি পাহাড় ভেদ করতে পারে।
advertisement

মধ্যবিত্ত পরিবারের সন্তান সন্তু। সমাজের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোই তাঁর একমাত্র স্বপ্ন। সমাজের দারিদ্র্য, অসহায়তা এসবকে কাছ থেকে দেখে বড় হয়ে উঠেছেন তিনি। একদিন তাই নিজের হাতেই তৈরি করেন ‘অনুবন্ধ সেবা উদ্যান’। শারীরিক সীমাবদ্ধতা তাঁকে থামায়নি, বরং পথ দেখিয়েছে অন্যদের।

আরও পড়ুনঃ মানুষ দেখলেই ছুটে এসে কামড়! সীমান্তবর্তী গ্রামে কুকুরের হামলায় জখম ৫০-এর বেশি, ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে এলাকাবাসী

advertisement

সন্তু আজ সমাজকর্মী, লেখক, গৃহশিক্ষক এবং দেবগ্রাম তপশিলি জাতি শিশু শিক্ষা নিকেতনের শিক্ষক। যে মানুষটি নিজেই বিশেষভাবে সক্ষম, সেই মানুষটাই বিশেষভাবে সক্ষমদের জন্য লড়াই করছেন। এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় পরিচয়। অনুবন্ধ সেবা উদ্যান আজ শুধু একটি সংস্থা নয়, এটি একটি পরিবার, একটি মানববন্ধন। যেখানে প্রতিটি সদস্য সমাজের জন্য সমানতালে কাজ করেন। স্বয়ং সন্তু দাস ৫ বার রক্তদান করেছেন। লক্ষ্য ১০০ বার রক্তদান করা। রাত হোক বা ভোর, যে কোনও সময় রোগীর জন্য রক্ত জোগাড় করে পৌঁছে দেন। প্রয়োজনে ব্লাড ব্যাঙ্ক ঘুরে নিজে হাতে রক্ত নিয়ে ছুটে যান মানুষের পাশে।

advertisement

View More

সন্তুর নেতৃত্বে এই সংস্থা আজ বস্ত্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা, বিশেষভাবে সক্ষমদের ট্রাই-সাইকেল প্রদান সহ নানা সচেতনতামূলক শিবির করছে। তিনি একা নন, অনুবন্ধ পরিবারে আছেন আরও বহু মানুষ, যারা তাঁরই মতো সমাজের সেবায় ব্রতী। তাঁদের সকলের পরিশ্রমেই আজ অনুবন্ধ একটি নির্ভরতার নাম।

সন্তু নিজের কাজের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ‘বেস্ট সোশ্যাল ওয়ার্কার’ অ্যাওয়ার্ড পেয়েছেন। পা বাঁকা, হাঁটতে কষ্ট, তবুও প্রতিদিন তিনি পৌঁছে যান অসহায় মানুষের দরজায়। কষ্ট তাঁকে থামাতে পারে না। কারণ সন্তুর বিশ্বাস, বিশেষভাবে সক্ষম হওয়া জীবনে কোনও প্রভাব ফেলে না। ইচ্ছা থাকলেই উপায় হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ছোলার ডালের উপর লিওনেল মেসি! রানাঘাটের শিল্পীর তাক লাগানো হাতের কাজ
আরও দেখুন

বাবা পতিত দাস এবং মা মধুমিতা দাসের আশীর্বাদ নিয়ে সন্তু আজ অনেকের আশ্রয় হয়ে উঠেছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিশেষভাবে সক্ষমদের জন্য কাজ করতে চান তিনি। মানুষের পাশে থাকা এটাই তাঁর ইচ্ছা, এটাই তাঁর ধর্ম। সকলের উদ্দেশে তিনি একটাই বার্তা দিতে চান, মানববন্ধনে থাকুন, মানুষের পাশে থাকুন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Inspirational Story: শারীরিক সীমাবদ্ধতায় দমে যাননি! অসহায় মানুষদের ভরসা হয়ে উঠেছেন সন্তু, যুব প্রজন্মের নতুন অনুপ্রেরণা শালবনির যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল