TRENDING:

Inspirational Story: শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অদম্য আত্মবিশ্বাস! চন্দ্রকোনার নেপাল গোটা গ্রামের ভরসা, পথ দেখাচ্ছেন অন্যদের

Last Updated:

West Medinipur Inspirational Story: শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অদম্য আত্মবিশ্বাস। চন্দ্রকোনার নেপাল পাল গোটা গ্রামের ভরসা। পৌষ সংক্রান্তির পুজোর জন্য একহাত দিয়েই বানিয়ে চলেছেন মাটির হাতি ও ঘোড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চন্দ্রকোনা থানার বাচকা এলাকা। শান্ত গ্রাম, চারপাশে সবুজ আর মাটির গন্ধে ভরা। সেই গ্রামেরই এক সাধারণ মানুষ নেপাল পাল। তবে অভিজ্ঞতা যেন কয়েক দশকের। একটি হাত অকেজো তাই এক হাতই তাঁর ভরসা। প্রতিবছর পৌষ সংক্রান্তির আগে তিনি মেতে ওঠেন পুজোর প্রস্তুতি নিয়ে।
advertisement

আর সেই প্রস্তুতির সবচেয়ে বড় অংশ, হাতি আর ঘোড়া তৈরি। মাটির, বেতের আর রঙের বিশেষ কারিগরই পারে এগুলো সৃষ্টি করতে। এই অঞ্চলে একসময় অনেকেই এই কাজ করতেন, কিন্তু এখন টিকে আছেন হাতে গোনা কয়েকজন। আর তাদের মধ্যে সামনে থেকে নেতৃত্ব দেন নেপাল পাল। এক হাত অকেজো, তবু মনোবলের সামনে তা কিছুই নয়।

advertisement

আরও পড়ুনঃ পুরুলিয়ায় চাঁদের হাট! নামিদামি সাহিত্যিক ও শিল্পীদের সমাগমে জমজমাট সাহিত্য সভা, ছৌ-ঝুমুরে মেতে উঠল বনপুলক, দেখুন

View More

মাটির ঘোড়া ও হাতি

সবাই জানে ঘোড়া ও হাতি তৈরি কোনও সহজ ব্যাপার নয়। বাঁশ কাটা, বেত বাঁকানো, মাটির কাঠামো গড়া সবকিছুতেই লাগে দুই হাতের সমান জোর। কিন্তু নেপাল পাল বলেন, “হাতের অসুবিধা আছে, সাহস তো কমেনি।” গ্রামের মানুষ অবাক হয়ে দেখেন কতটা জেদ থাকলে এইভাবে কাজ করা যায়। পৌষ সংক্রান্তির পুজোর জন্য এ বছর তাকে বানাতে হয়েছে অনেকগুলো ঘোড়া ও হাতি। সময় কম, কাজ বেশি তবু তাঁর হাত থামেনি। দিনের পর দিন, ভোর থেকে সন্ধে পর্যন্ত কাঁচামাল থেকে তৈরি হয়ে উঠছে রাজকীয় মূর্তি।

advertisement

আরও পড়ুনঃ ভরা বিয়ের মরশুম, মন্দিরে মন্দিরে ঘুরছেন ময়নার বিডিও! কারণ জানলে কুর্নিশ জানাতে ইচ্ছা করবে

মাঝে মাঝে হাতের ব্যথা বাড়ে। তবুও মুখে একটাই কথা “পুজোটা আমার না, গ্রামের। তাই থামলে চলবে না।” অবশেষে সব ঘোড়া আর হাতি তৈরি হয়ে গেলে। গ্রামের মানুষের ভিড় নেপাল পালের বাড়িতে। কারও চোখে বিস্ময়, কারও চোখে গর্ব।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এক সময় যাকে বলা হয়েছিল, “এই কাজ আর হবে না”। আজ সেই মানুষটাই গ্রামকে সাজিয়ে তুলেছেন উৎসবের রঙে। হাত কাজ না করলেও মানুষের শক্তি হারায় না। নেপাল পাল আজ তার জীবন্ত প্রমাণ। তিনি শুধু কারিগর নন, তিনি সাহসের প্রতীক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গৃহশিক্ষকতার স্বল্প উপার্জনে দুঃস্থ আদিবাসী পড়ুয়াদের বই খাতা কলম খাবার কিনে দেন তরুণী
আরও দেখুন

অকেজো হাতের বদলে মানুষের ভালবাসা আর নিজের ইচ্ছাশক্তিকে ব্যবহার করে তিনি তৈরি করেছেন নিজের পথ, নিজের অর্জন। পৌষ সংক্রান্তির পুজো যখন শুরু হয়, তখন মাটির সেই সুন্দর ঘোড়া ও হাতির দিকে তাকিয়ে সবাই মনে মনে একটাই কথা বলেন “এই মানুষটাই আসল লড়াকু শিল্পী।”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Inspirational Story: শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অদম্য আত্মবিশ্বাস! চন্দ্রকোনার নেপাল গোটা গ্রামের ভরসা, পথ দেখাচ্ছেন অন্যদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল