জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের বারাসত গ্রামের বাসিন্দা তুলসী রুইদাস (৪২) তলিয়ে যান জলের স্রোতে। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রকোনার পলাশচাপড়ি এলাকায় রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে জলস্রোতে তলিয়ে যান তুলসী রুইদাস। পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে চন্দ্রকোনা ছত্রগঞ্জ এলাকায় গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে। বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন, তখনই ঘটে বিপত্তি।
advertisement
স্ত্রীকে এলাকার মানুষজন উদ্ধার করতে পারলেও, অন্ধকারের মধ্যে ভেসে যান তুলসী রুইদাস।প্রশাসন সূত্রে খবর, চন্দ্রকোণার বিভিন্ন এলাকায় বন্যার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত। নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। তুলসীর এক আত্মীয় বলেন, বহুবার তাঁকে নিষেধ করা হয়েছিল বৃষ্টির মধ্যে সাইকেল চেপে না বার হতে। তিনি কথা শোনেননি। মাঝ পথে সাইকেল মাথায় নিয়ে যাওয়ার সময় জলের তোড়ে ভেসে যান। যদিও স্ত্রীকে সুস্থ অবস্থায় গ্রামের মানুষ উদ্ধার করেছেন।
রঞ্জন চন্দ