TRENDING:

West Medinipur: মুঠোয় ধরা হাত আলগা হল...দু'জনের একঙ্গে বাড়ি ফেরা হল না, জলের স্রোতে ভেসে গেলেন স্বামী

Last Updated:

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বন্যার জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। স্ত্রীকে উদ্ধার করা গেলেও নিখোঁজ স্বামী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: সাইকেল চেপে গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। মাঝে শুরু হল দফায়-দফায় বৃষ্টি। সেই অবিরাম বৃষ্টির মধ্যেই স্বামী ও স্ত্রী সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। মাঝে পথে ঘটে গেল বিপত্তি। আর বাড়ি ফেরা হল না। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রবল জলের স্রোতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। স্ত্রীকে উদ্ধার করা হলেও খোঁজ মেলেনি স্বামীর। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
জলের স্রোতে নিখোঁজ 
জলের স্রোতে নিখোঁজ 
advertisement

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের বারাসত গ্রামের বাসিন্দা তুলসী রুইদাস (৪২) তলিয়ে যান জলের স্রোতে। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রকোনার পলাশচাপড়ি এলাকায় রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে জলস্রোতে তলিয়ে যান তুলসী রুইদাস। পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে চন্দ্রকোনা ছত্রগঞ্জ এলাকায় গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে। বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন, তখনই ঘটে বিপত্তি।

advertisement

স্ত্রীকে এলাকার মানুষজন উদ্ধার করতে পারলেও, অন্ধকারের মধ্যে ভেসে যান তুলসী রুইদাস।প্রশাসন সূত্রে খবর, চন্দ্রকোণার বিভিন্ন এলাকায় বন্যার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। রাস্তার উপর দিয়ে বইছে জলের স্রোত। নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলেনি। তুলসীর এক আত্মীয় বলেন, বহুবার তাঁকে নিষেধ করা হয়েছিল বৃষ্টির মধ্যে সাইকেল চেপে না বার হতে। তিনি কথা শোনেননি। মাঝ পথে সাইকেল মাথায় নিয়ে যাওয়ার সময় জলের তোড়ে ভেসে যান। যদিও স্ত্রীকে সুস্থ অবস্থায় গ্রামের মানুষ উদ্ধার করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur: মুঠোয় ধরা হাত আলগা হল...দু'জনের একঙ্গে বাড়ি ফেরা হল না, জলের স্রোতে ভেসে গেলেন স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল