Road Accident: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! বাইক নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না, উৎসবের মরশুমে মর্মান্তিক পরিণতি দুই ভাইয়ের

Last Updated:

Road Accident: একদিকে গ্রামে চলছে মনসা পুজো, অন্যদিকে দুর্ঘটনায় দুই তরতাজা যুবকের মৃত্যু। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানরত গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পথ দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু | প্রতীকী ছবি
পথ দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু | প্রতীকী ছবি
জয়পুর, বাঁকুড়া, দেবব্রত মন্ডলঃ আলোর উৎসবের আবহে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মোটরবাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের ভিতরের শাল গাছে সজোরে ধাক্কা। মৃত্যু হল দুই ভাইয়ের। মৃতদের নাম শিবু সর্দার (২১) ও দেবাশীষ সর্দার (২৪)। বাইক দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। দু’জনে সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই। বাঁকুড়ার জয়পুরে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুর ব্লকের বেনাচাপড়া গ্রামের এই দুই যুবক নিজেদের কাজে একটি মোটরবাইক করে কুচিয়াকোল বাজারে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে কুচিয়াকোল সংলগ্ন এলাকায় এসে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা শাল জঙ্গলের একটি শাল গাছে সজোরে ধাক্কা মারে। এর জেরে দু’জনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
advertisement
আরও পড়ুনঃ চিনের বিখ্যাত হোটেল এবার বীরভূমে! বাইরে একটুকরো ম্যাকাও, অথচ ভিতরে পুরোটাই সত্যজিৎ! রাস্তা জলের মত সহজ
জানা যাচ্ছে, শিবু বাইক চালাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি গুরুতর জখম হন, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় দেবাশীষকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কয়েক ঘণ্টা পর চিকিৎসারত অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
advertisement
advertisement
একদিকে গ্রামে চলছে মনসা পুজো, অন্যদিকে দুর্ঘটনায় দুই তরতাজা যুবকের মৃত্যু। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানরত গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে প্রাথমিকভাবে অনুমান করা হয়, এই দুই যুবকের কারও মাথায় কোনও হেলমেট ছিল না এবং মোটরবাইক অতি দ্রুত গতিতে চালানো হচ্ছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁরা গাছে ধাক্কা মারে। জানা যাচ্ছে, মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখার জন্য আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! বাইক নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না, উৎসবের মরশুমে মর্মান্তিক পরিণতি দুই ভাইয়ের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement