পাত্রসায়ের ব্লকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থাকলেও উন্নত পরিষেবা নিতে গেলে জেলা হাসপাতাল প্রয়োজন। কিন্তু পাত্রসায়ের থেকে জেলা হাসপাতালের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। এদিকে পথ দুর্ঘটনা বা অন্যান্য কারণে এই এলাকায় কোনও মানুষ যদি আহত হন তাঁকে দ্রুততার সঙ্গে হাসপাতালে পৌঁছতে হয়। তার জন্য এদিন একটি নতুন অ্যাম্বুল্যান্স উদ্বোধন করা হল।
advertisement
বাঁকুড়া জেলা পুলিশ সুপার, বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিষ্ণুপুরের SDPO সবুজ ফ্ল্যাগ উড়িয়ে এই অ্যাম্বুল্যান্সের পথচলা শুরু করলেন। কোনও দুর্ঘটনায় কেউ আহত হলে দুর্ঘটনা ঘটার ১ ঘণ্টা সময়টাকে ‘গোল্ডেন সময়’ বলা হয়। যদি সেই সময়ে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া যায়, তাহলে ৯০% মানুষ সুস্থ হয়ে ফেরেন। এদিকে আহতদের হাসপাতালে নিয়ে যেতে প্রয়োজন অ্যাম্বুল্যান্স। তাই এলাকার মানুষের কথা চিন্তা করে, তাঁদের সুরক্ষিত রাখার কথা মাথায় রেখে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে পাত্রসায়ের থানার পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ থেকেই এই অ্যাম্বুল্যান্স সক্রিয় ভূমিকা পালন করবে।
এদিন অ্যাম্বুল্যান্স উদ্বোধনের পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ, বিষ্ণুপুরের SDPO ও পাত্রসায়ের থানার ওসি সহ সমস্ত পুলিশ আধিকারিকরা এলাকার কিছু দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন। পাত্রসায়ের থানা পুলিশের এহেন উদ্যোগে খুশি এলাকার মানুষজন।