বন্যার জলে কলার ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ, এমনি ছবি ঘিরে বানভাসি ঘাটালে পড়ে যায় শোরগোল, শুরু হয় রাজনৈতিক তরজা। কারণ কী? খোঁজখবর নিতেই বেরিয়ে এল আজব তথ্য। বন্যা কবলিত ঘাটালে বিভিন্ন জায়গায় দেওয়া আছে সরকারি খেয়া, অনেকের বাড়িতেই রয়েছে নৌকো, তবুও কেন মৃতদেহ যায় কলার ভেলায় বা ডিঙিতে করে।
advertisement
আরও পড়ুন: স্টেশনে ট্রেন দাঁড়াতেই ধেয়ে এল ইট…! মাথা ফাটল আলির, কোনও রেষারেষি? ফাঁস কালো সত্য
পশ্চিম মেদিনীপুরে আজব নিয়ম! তাই নৌকায় ওঠে না মৃতদেহ, নৌকায় মৃত দেহ উঠলে সেই নৌকায় পুজো করতে হয়, তার পরেও রয়েছে অনেক সমস্যা। তাই হাজার হাজার টাকা দিলেও নৌকায় উঠবে না মৃত দেহ জানালেন নৌকার মালিকরা।
তবে ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। প্রশাসনের কাছেও ছিল এমন আজব তথ্যের কথা। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, কারও কোন সমস্যা হলে প্রশাসনকে জানালে প্রশাসন সব ব্যবস্থা করবে।