পুজোর মুখে পাট চাষের ক্ষতি নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলি।জিনিসপত্রের দ্রব্যমূল্য হু হু করে বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পাটের দাম। গত বছর দাম রয়েছে তিন-চার হাজার টাকা করে কুইন্টাল প্রতি হলেও এ বছর পাটের দাম বেড়ে হয়েছে ছয়- সাত হাজার টাকা করে প্রতি কুইন্টাল। পাটের দাম বাড়লেও বন্যার কারণে বিঘের পর বিঘে জমি পাট চাষ করে ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের পাট চাষিরা, সরকারি সাহায্যের আবেদন পাট চাষিদের।
advertisement
আরও পড়ুন: ২০ টাকায় স্মার্টফোন? লোভে পড়ে সর্বনাশ! সাংঘাতিক কাণ্ড নদিয়ায়, না জানলে মিস
যদিও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লক প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে, পাট চাষিরা তাদের কাছে আবেদন জানিয়েছেন পাট চাষে ক্ষতিপূরণের জন্য। বিষয়টি কৃষি দফতরের নজরেও আনা হয়েছে। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর জানিয়েছেন, যতটা সম্ভব চাষিদের পাশে থাকার জন্য বন্দোবস্ত চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন্যার ক্ষত তাই এখনও বয়ে চলছে ঘাটালবাসী। শুধু পাট চাষিই না, ক্ষতির মুখোমুখি অন্যান্য চাষের সঙ্গে যুক্ত চাষিরাও। এখন দেখার বিষয় সরকারি সুযোগ সুবিধা কতটা উজ্জীবিত করে চাষিদের।