এক বছর পর মা আবার এলেন বাপের বাড়ি। দুর্গাপুজো এমন একটি মিলন উৎসব, যেখানে জাতি, ধর্ম নির্বিশেষে সকলেই আনন্দের কলতানে মেতে ওঠেন। চারিদিকে সব মণ্ডপ সেজে উঠেছে। আলোর রোশনাইয়ে ঝলমল করছে অলিগলি। এই আবহে নজর কাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লকের রাধাকান্তপুরের বিগ বাজেট পুজো। এই বছর তাঁদের থিম ‘রত্নগর্ভা’।
advertisement
অন্ধকার থেকে যাঁরা এই বাংলাকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিলেন, বাংলার নারীদের বন্ধ কারাগার হতে আলোকের ঝর্ণা ধারায় যাঁরা নিয়ে এসেছিলেন, মণ্ডপে তাঁদের কথা বলা হয়েছে। যে সকল মহামানব শিক্ষার আলোয় অজ্ঞানতার অন্ধকার মুছেছিলেন তাঁদের স্মরণ করে ‘রত্নগর্ভা’ থিম সাজানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাধাকান্তপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির কর্তৃপক্ষ জানাচ্ছে, ৬১ তম বর্ষে পুজোর থিম ‘রত্নগর্ভা’। তাঁদের কথায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়, বাংলার এই দুই মনীষীর নারীশিক্ষায় বিশেষ অবদান রয়েছে। তাঁদের হাত ধরেই নারীদের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। তাই এই দুই ব্যক্তিত্বকে নিয়ে বিশেষ চমক থাকছে। আমাদের লক্ষ্য, সারা পৃথিবীকে একটি সুন্দর বাংলা উপহার দেওয়া। বর্তমানে শেষ মুহূর্তের তোড়জোড় চলছে।