চার সন্তান নেই! সখীদের নিয়ে দুর্গারূপে পূজিতা হন মা সর্বমঙ্গলা, লালগড়ের শতাব্দী প্রাচীন এই পুজোর ইতিহাস গায়ে কাঁটা দেয়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Durga Puja 2025: কথিত আছে, তৎকালীন রানি চাল ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন। সেই সময় জল থেকে ভেসে কুলোয় উঠে আসেন মা সর্বমঙ্গলা। রানি সেই মূর্তি ঠাকুর ঘরে রাখেন। তারপরেই রাজার কাছে তাঁকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ আসে। লালগড়ের প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজোর ঐতিহ্য আজও অটুট।
ঝাড়গ্রাম, রাজু সিংঃ দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। রাজ্যজুড়ে উৎসবের আমেজ। শতাব্দী প্রাচীন পুজোগুলির তোড়জোড়ও জোরকদমে চলছে। ঝাড়গ্রামের লালগড়ে যেমন প্রায় ৩০০ বছর ধরে মা দুর্গার পুজো হচ্ছে। এখানে মা সর্বমঙ্গলা দুর্গারূপে পূজিতা হন।
কথিত আছে, তৎকালীন রানি রান্নার চাল ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন। সেই সময় জল থেকে ভেসে কুলোয় উঠে আসেন মা সর্বমঙ্গলা। রানি সেই মূর্তি নিয়ে এসে ঠাকুর ঘরে রেখেছিলেন। তারপরেই রাজার কাছে তাঁকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ আসে।
আরও পড়ুনঃ ‘ভূত বাংলোয় দশভূজা’! গা ছমছমে পরিবেশে ঠাকুর দেখতে চাইলে ঘুরে আসুন ‘এই’ মণ্ডপ, হাতছানি দিচ্ছে জরাজীর্ণ জমিদারবাড়ি
শুধু তাই নয়, বেশ কিছু শর্তও ছিল মায়ের। যেমন, মা দুই সখীকে নিয়ে এখানে এসেছিলেন। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী- কেউ সঙ্গে ছিল না। মায়ের আদেশ ছিল, মন্দিরে তাঁর নিত্যপুজো হলেও দুর্গাপুজোর দিন বিশেষ পুজো হবে। সেই দিনগুলি অন্যত্র নিয়ে গিয়ে দেবীকে পুজো দিতে হবে। সেইমতো সমস্ত প্রথা মেনে মায়ের মন্দিরে নিত্যপুজো হয়। তবে সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন মা-কে দুর্গা মন্দিরে নিয়ে আসা হয়। ওই চারদিন দুর্গা মন্দিরেই পূজিতা হন মা। দশমীর দিন সর্বমঙ্গলা মা তাঁর মন্দিরে ফিরে যান, পুকুরে ঘট বিসর্জন করা হয়।
advertisement
advertisement
ঝাড়গ্রামের লালগড়ের এই ঐতিহ্যবাহী পুজোয় মায়ের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না। কথিত আছে, দুই সখী জয়া ও বিজয়াকে নিয়েই বিরাজমান সর্বমঙ্গলা মা। দুর্গাপুজোর কয়েকদিন মা-কে অন্নভোগ দেওয়া হয়। এছাড়া বলি প্রথাও রয়েছে। তবে এখানে কুমড়ো, শসা ও ঝিঙে বলি হয়। দুর্গাপুজোর সময় মায়ের আশীর্বাদ নিতে দূরদূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
September 26, 2025 3:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চার সন্তান নেই! সখীদের নিয়ে দুর্গারূপে পূজিতা হন মা সর্বমঙ্গলা, লালগড়ের শতাব্দী প্রাচীন এই পুজোর ইতিহাস গায়ে কাঁটা দেয়