Durga Puja 2025: 'ভূত বাংলোয় দশভূজা'! গা ছমছমে পরিবেশে ঠাকুর দেখতে চাইলে ঘুরে আসুন 'এই' মণ্ডপ, হাতছানি দিচ্ছে জরাজীর্ণ জমিদারবাড়ি

Last Updated:
Durga Puja 2025: রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম হিসেবে 'ভূত বাংলো' বেছে নিয়েছে জেলার এই পুজো কমিটি। উদ্যোক্তাদের ট্যাগলাইন- 'ভূত বাংলোয় দশভূজা'। ক্ষয়ে যাওয়া জমিদারবাড়ির আদলে মুর্শিদাবাদের একটি দুর্গোৎসব কমিটি মণ্ডপ তৈরি করেছে।
1/7
এক সময় সুবে বাংলার রাজধানী হওয়ার সুবাদে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অগণিত জমিদার বাড়ি। তবে উত্তরসূরিরা বাইরে চলে যাওয়ায় এখন সেগুলির জরাজীর্ণ অবস্থা। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
এক সময় সুবে বাংলার রাজধানী হওয়ার সুবাদে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অগণিত জমিদার বাড়ি। তবে উত্তরসূরিরা বাইরে চলে যাওয়ায় এখন সেগুলির জরাজীর্ণ অবস্থা। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
2/7
বহু জমিদারবাড়ির উত্তরসূরিরা বিদেশ-বিভূঁইয়ে চলে যাওয়ার কারণে সেই সকল জমিদারবাড়িগুলি জরাজীর্ণ হয়ে কার্যত ভূত বাংলোয় পরিণত হয়েছে। তেমনই এক ক্ষয়ে যাওয়া জমিদারবাড়ির আদলে বহরমপুরের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ নির্মিত হয়েছে।
বহু জমিদারবাড়ির উত্তরসূরিরা বিদেশ-বিভূঁইয়ে চলে যাওয়ার কারণে সেই সকল জমিদারবাড়িগুলি জরাজীর্ণ হয়ে কার্যত ভূত বাংলোয় পরিণত হয়েছে। তেমনই এক ক্ষয়ে যাওয়া জমিদারবাড়ির আদলে বহরমপুরের মাছমারা এলাকার অমর সাথী দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ নির্মিত হয়েছে।
advertisement
3/7
ওই পুজো কমিটি রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে 'ভূত বাংলো'। সেই সঙ্গে মণ্ডপে দর্শনার্থী টানতে পুজো উদ্যোক্তাদের ট্যাগলাইন- 'ভূত বাংলোয় দশভূজা', যা অন্য মাত্রা এনেছে।
ওই পুজো কমিটি রজত জয়ন্তী বর্ষে পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে 'ভূত বাংলো'। সেই সঙ্গে মণ্ডপে দর্শনার্থী টানতে পুজো উদ্যোক্তাদের ট্যাগলাইন- 'ভূত বাংলোয় দশভূজা', যা অন্য মাত্রা এনেছে।
advertisement
4/7
ভূত নিয়ে গা-ছমছমে রোমাঞ্চ অনুভব করেন আমজনতা। ফলে ভূত বাংলোয় মা দুর্গাকে সপরিবারে দর্শন করার স্বাভাবিক কৌতূহল থেকে পুজো মণ্ডপে ভিড় বাড়বে বলে ভীষণভাবে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
ভূত নিয়ে গা-ছমছমে রোমাঞ্চ অনুভব করেন আমজনতা। ফলে ভূত বাংলোয় মা দুর্গাকে সপরিবারে দর্শন করার স্বাভাবিক কৌতূহল থেকে পুজো মণ্ডপে ভিড় বাড়বে বলে ভীষণভাবে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
advertisement
5/7
এমন থিম বেছে নেওয়ার কারণ হিসেবে পুজো উদ্যোক্তারা জানান, আমাদের জেলাজুড়ে অনেক জমিদারবাড়ি রয়েছে। সংস্কারের অভাবে সেগুলি ধুঁকছে। কার্যত ভূত বাংলোয় পরিণত হয়েছে। সেই জমিদারবাড়িগুলিকে দর্শনার্থীদের চেনানোর পাশাপাশি দ্রুত সংস্কার করে তার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরাই উদ্দেশ্য।
এমন থিম বেছে নেওয়ার কারণ হিসেবে পুজো উদ্যোক্তারা জানান, আমাদের জেলাজুড়ে অনেক জমিদারবাড়ি রয়েছে। সংস্কারের অভাবে সেগুলি ধুঁকছে। কার্যত ভূত বাংলোয় পরিণত হয়েছে। সেই জমিদারবাড়িগুলিকে দর্শনার্থীদের চেনানোর পাশাপাশি দ্রুত সংস্কার করে তার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরাই উদ্দেশ্য।
advertisement
6/7
বহরমপুরের নামী-দামী পুজো কমিটি যখন সুউচ্চ বাহারি মণ্ডপ ও চোখধাঁধানো আলো দিয়ে একে-অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন ওই প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে রেখেছে এই কমিটি।
বহরমপুরের নামী-দামী পুজো কমিটি যখন সুউচ্চ বাহারি মণ্ডপ ও চোখধাঁধানো আলো দিয়ে একে-অপরকে টেক্কা দিতে ব্যস্ত, তখন ওই প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে রেখেছে এই কমিটি।
advertisement
7/7
মণ্ডপ থেকে বৃক্ষরোপন, জলাভূমি রক্ষা করা, ক্যারিব্যাগ বর্জনের মতো সামাজিক সচেতনতার বার্তা দেওয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছে এই পুজো। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
মণ্ডপ থেকে বৃক্ষরোপন, জলাভূমি রক্ষা করা, ক্যারিব্যাগ বর্জনের মতো সামাজিক সচেতনতার বার্তা দেওয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছে এই পুজো। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
advertisement
advertisement