TRENDING:

Ghatal Durga Puja 2025: জমা জলে বেনজির দুর্ভোগ! তবুও ভাটা পড়েনি পুজোয়! নজরকাড়া থিমে মেগা হিট ঘাটালের ২৫ লক্ষ বাজেটের 'এই' পুজো

Last Updated:

পরপর বন‍্যা, বিপর্যয় কেউই রুখতে পারেনি ঘটালের পুজোর আনন্দ। দুঃখ ভুলে এখন হাড়ভাঙা পরিশ্রমে মগ্ন সবাই। মা আসছে। তাই তাঁর পুজোর ত্রুটি রাখতে চাননা কেউই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: ঘাটাল মহকুমা জুড়ে যেমন ছড়িয়ে আছে বিভিন্ন প্রাচীন পারিবারিক দুর্গাপুজো অতীতের জমিদার, দেওয়ান, খাজাঞ্চি বা কোথাও কোথাও সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের তৎকালীন সময়ে প্রচলিত পুজো ঠিক তেমনই রয়েছে বেশকিছু বিগ বাজাটের বারোয়ারি ক্লাব কমিটির পুজো। কিছু কিছু ক্ষেত্রে আভিজাত্যের কৌলিন্য হারালেও নিয়মের তেমন ব্যতিক্রম ঘটেনি। আজ আমরা প্রাক পুজো পরিক্রমায় দেখাব তেমনই এক বিগবাজেটের বারোয়ারি পুজোর প্রস্তুতির ছবি।
advertisement

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার চাঁইপাটের দুর্গাপুজো এবছর ৮০ বছরে পদার্পণ করবে। বাঁশের কাঠামো ইতিমধ্যেই রেডি। তাদের এবছরের থিম মানত মন্দির। বাজেট প্রায় ২৫ লাখ। চাঁইপাট দুর্গোৎসব কমিটির পুজোতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। কর্মকর্তারা আশাবাদী এবছরও উপচে পড়বে ভিড়। পরপর বন‍্যা, বিপর্যয় কেউই রুখতে পারেনি ঘটালের পুজোর আনন্দ। দুঃখ ভুলে এখন হাড়ভাঙা পরিশ্রমে মগ্ন সবাই। মা আসছে। তাই তাঁর পুজোর ত্রুটি রাখতে চাননা কেউই।

advertisement

আরও পড়ুন: পুজোর আগেই বড় চমক! এবার ২৩ ফুটের বিরাট বিশ্বকর্মা, সঙ্গে আবার ১৫ দিনের মিলন মেলা, কোথায় জানুন

View More

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা জুড়ে যেমন বনেদি বাড়ির পুজোর অভাব নেই ঠিক তেমন মহকুমা জুড়ে প্রচুর ক্লাব কমিটির থিমের পুজো হয়। অনন‍্য সুন্দর সব বার্তা নিয়ে থিম সাজাতে ব‍্যস্ত এখন পুজো কমিটিগুলো। তারই একঝলক ধরা পড়ল আমাদের ক‍্যামেরায়। পুজো কমিটির সম্পাদক জানান, এবছর তাদের পুজো ৮০ তম বর্ষে পদার্পন করবে। থিম সহ পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ। থিমের নাম মানত মন্দির। তবে শুধু দুর্গা দেবীর আরধনায় না। সারাবছর চলে তাদের সমাজ সেবা মূলক কর্মকান্ড। কখনও রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, ক‍্যানসার রোগীদের সাধ‍্যমত সহযোগিতা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আবার কখনও দেশের বিপর্যয়ে রিলিফ ফান্ডে ত্রাণ পৌঁছে দেওয়া সবই করেন তারা। পুজো কমিটি আশাবাদী প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। যদি এবছর আবহাওয়া ভাল থাকে তাহলেও জনঢল নামবে এবং সুশৃঙ্খলভাবে সকলকে প্রতিমা দর্শন করাতে তারা বদ্ধ পরিকর। তাই সকল রাজ‍্যবাসী তথা দেশবাসীকে ঘাটালের পুজো দেখতে আহ্বান জানান তারা। পুজো মানেই একরাশ আনন্দ। পুজো মানেই শিউলি ফুলের গন্ধ। আর সেই পুজোতেই বাঙালি এক হয় জাত ভেদাভেদ ভুলে। আপনজন হয়ে ওঠে সবাই সবার। আর মাত্র কটা দিনের অপেক্ষা সেই অপেক্ষার দিন গুনছে এখন আপামর বাঙালি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Durga Puja 2025: জমা জলে বেনজির দুর্ভোগ! তবুও ভাটা পড়েনি পুজোয়! নজরকাড়া থিমে মেগা হিট ঘাটালের ২৫ লক্ষ বাজেটের 'এই' পুজো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল